মমতাকে মীনাক্ষীর কটাক্ষ ‘চাই স্বচ্ছ নিয়োগের উৎসব’, আলোড়িত রাজ্য

উৎসবের শুরুতেই মুখ্যমন্ত্রী তথা (TMC) তৃণমূল কংগ্রেস নেত্রী (Manata Banerjee)ও দলটির টানা তৃতীয়বার সরকারে থাকার পর বিপুল নিয়োগ দুর্নীতি (SSC Scam) নিয়ে কটাক্ষ করলেন CPIM…

উৎসবের শুরুতেই মুখ্যমন্ত্রী তথা (TMC) তৃণমূল কংগ্রেস নেত্রী (Manata Banerjee)ও দলটির টানা তৃতীয়বার সরকারে থাকার পর বিপুল নিয়োগ দুর্নীতি (SSC Scam) নিয়ে কটাক্ষ করলেন CPIM যুবনেত্রী (Minakshi Mukherhee) মীনাক্ষী মুখার্জি। তাঁর ভেরিফায়েড পেজে পোস্ট করা হয়েছে ‘বাংলায় বাম চাই, চাকরির খাম চাই!’

মীনাক্ষীর এই পোস্টে আছে শারোদতসবের প্রতীক কাশফুলের ছবি। সেই ছবির নিচে লেখা, ‘চাই স্বচ্ছ নিয়োগের উৎসব’। 

   

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা রাজ্যে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরতে গিয়ে কাশফুলের বালিশ তৈরির জন্য পরামর্শ দেন। তাঁর ‘কাশফুলের বালিশ’ তীব্র বিতর্ক তৈরি করে। বিশ্লেষকরা মনে করছেন, সেই বিতর্ক টেনে এনেছেন বাম যুবনেত্রী মীনাক্ষী।

তৃণমূল কংগ্রেস আমলে বিপুল নিয়োগ দুর্নীতির প্রমাণ মিলেছে। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে। নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই জেরা এড়াতে প্রাণপণ চেষ্টা করছেন বিধায়ক মানিক ভট্টাচার্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেফাজতে। কোটি কোটি কালো টাকা বাজেয়াপ্ত করেছে সিবিআই ইডি।কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে। আর চাকরির দাবিতে ৫০০ দিন পেরিয়ে চলছে চাকরি প্রার্থীদের আন্দোলন। কলকাতা হাইকোর্টের বিচীরপতির নির্দেশে ভুয়ো নিয়োগপ্রাপ্তদের বলা হয়েছে নিজেদের দোষ স্বীকার করতে।

নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র বিতর্কে জেরবার মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরোধী বিজেপির ভূমিকা লোক দেখানো বলেই দাবি পূর্বতন শাসক দল সিপিআইএমের। বাম যুব নেত্রী মীনাক্ষীর দাবি, স্বচ্ছ নিয়োগের দাবিতে রাজ্য জুড়ে যে বিরাট বিক্ষোভ চলছে তা দেখেছেন সবাই। রাজ্যে ফের বাম সরকার চাই, সরকারি খামে চাকরি চাই।