বাল্যবিবাহ রুখতে কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়ের সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়ের রাজ্যস্তরের সেমিনার হয় আলোচনার বিষয় “মডার্ন সোসাইটি ও ওমেন্স সেফটি” এই বিষয়ে আলোচনা হল। আলোচনায় প্রথমত বাল্যবিবাহ রুখতে সমাজের…

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়ের রাজ্যস্তরের সেমিনার হয় আলোচনার বিষয় “মডার্ন সোসাইটি ও ওমেন্স সেফটি” এই বিষয়ে আলোচনা হল।

আলোচনায় প্রথমত বাল্যবিবাহ রুখতে সমাজের কি করণীয় এই বিষয়টি তুলে ধরেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক মাননীয় উত্তম বারিক, উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য, কলেজ পরিচালন কমিটির সভাপতি জ্যোতির্ময় কর, কলেজ পরিচালন কমিটির সদস্য অধ্যাপক সুবীর সামন্ত।

   

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপিকা স্বাত্তিকা ওঝা। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন থেকে নিমাই দাস ও আবেদ আলী খান। এদিন বাল্য বিবাহ রুখতে কলেজের ছাএ ছাএীদের সামনে সচেতনা শিবিরে বক্তব্য রাখেন। রাজ্য সরকার কন্যাশ্রী থেকে প্রকল্প কথা তুলে ধরেন। শুধু তাই নয় কোথায় যদি বাল্য বিবাহ হয়, তাহলে ছাএছাএীরা যাতে প্রশাসন’কে জানায় তার জন্য অনুরোধ জানায় প্রশাসনের আধিকারীকেরা।

পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন, “বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। তা থেকে সমাজকে সচেতন করতে হবে৷”