Post-Budget Politics: বাজেটের পরেও বজায় রাজনীতি

রাজ্য বাজেটে পেশ হয়ে গিয়েছে। পরের দিনও বজায় রইল রাজনীতি (Post-Budget Politics)। রাজ্য সংগীত অবমাননার অভিযোগে শুভেন্দু-সহ ছয় পদ্ম বিধায়কের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস। পাশাপাশি মুখ্যমন্ত্রীর…

Post-Budget Politics bengal

রাজ্য বাজেটে পেশ হয়ে গিয়েছে। পরের দিনও বজায় রইল রাজনীতি (Post-Budget Politics)। রাজ্য সংগীত অবমাননার অভিযোগে শুভেন্দু-সহ ছয় পদ্ম বিধায়কের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক বানচালের চেষ্টার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হল এফআইআর। এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিধানসভায় সাংবাদিক বৈঠক করা নিয়ে জারি হল নতুন নিয়ম।

বৃহস্পতিবার পেশ হয়েছে রাজ্য বাজেট। রেশ বজায় রইল শুক্রবার পর্যন্ত। জারি রইল শাসক বিরোধী তরজাও। রাজ্য বাজেটের পরের দিনই নজিরবিহীন পদক্ষেপ। বিধানসভায় সাংবাদিক বৈঠক করা নিয়ে জারি হল নতুন নিয়ম। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়ে জানিয়ে দেন, ‘এবার থেকে ৪৫ মিনিটের বেশি বিধানসভায় সাংবাদিক সম্মেলন করা যাবে না। বিধানসভায় সাংবাদিক বৈঠক করতে গেলেই নিতে হবে অধ্যক্ষের অনুমতি।’

এর আগে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন করা নিয়ে সমস্যা তৈরি হয়। শাসক শিবির অভিযোগ তোলে, মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক আটকাতে বৃহস্পতিবার দীর্ঘসময় প্রেসরুম ব্যবহার করেন বিজেপির বিধায়করা। ঠিক কী হয়েছিল বৃহস্পতিবার। শারীরিক কারণে বৃহস্পতিবার প্রেস কর্নারে না গিয়ে ভার্চুয়ালি সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

সেই অনুযায়ী বিধানসভার প্রেসরুমে আলাদা ব্যবস্থা করা হয়। বাজেট পেশ হয়ে যাওয়ার সাংবাদিক সম্মেলন করতে চান মুখ্যমন্ত্রী। তখন দেখা যায় প্রেসরুমে সাংবাদিক সম্মলেন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। কিন্তু তারপরেও বিরোধী দলনেতার সাংবাদিক বৈঠক চলতে থাকে।

এখানেই শেষ নয়, ভারচুয়াল মোডে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের লাইন নিয়েও তৈরি হয় অন্য সমস্য। অভিযোগ, মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মোডে সাংবাদিক বৈঠকের লাইন কেউ কেটে দেয়। এ নিয়ে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করে তৃণমূলের পরিষদীয় দল। পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা এফআইআর করেছি। হেয়ার সট্রিট থানায় FIR করেছি। কে করেছে কারা করেছে সেটা তদন্ত করে দেখা হবে।’

পালটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ওগুলো ফালতু অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় এর আগেও করেছে। পরেও করবে। করতে থাকুন। আমরা আমাদের কাজ করব।’

সাংবাদিক বৈঠকের পাশাপাশি শুক্রবার শাসক বিরোধী তরজা তুঙ্গে ওঠে বাজেট পেশ করার আগে রাজ্য সঙ্গীতের অবমাননার অভিযোগ নিয়েও। অভিযোগ, রাজ্য সঙ্গীতের অবমাননা করেন বিজেপি বিধায়করা। এনিয়ে এদিন বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পেশ করে সরকার পক্ষ। শুভেন্দু-সহ ছয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস দেয় তৃণমূল। খতিয়ে দেখার নির্দেশ দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়।