Murshidabad: কংগ্রেসকে রক্ষায় বুথে বুথে অধীরের দৌড়

সেদিন নেই যখন অধীরবাবু তাঁর কন্ট্রোল রুমে বসে ভোট করাতেন। এখন ভোট হলেই প্রিয় চপ-মুড়ি ফেলে দৌড়তে হয়। লোকসভা হোক বা পুরভোট সবেতেই নিরুপদ্রব ভোট হওয়া একরকম অলীক বিষয়। এসব মেনেই রবিবার দৌড়ে দৌড়ে বুথ বাঁচাচ্ছেন সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস, এভাবে কতদিন কংগ্রেসকে রাজ্যে বাঁচাবেন তিনি!

Murshidabad: কংগ্রেসকে রক্ষায় বুথে বুথে অধীরের দৌড়

   

পুরভোটের সকাল থেকে আশঙ্কা মিলিয়েই প্রায় সর্বত্র বুথ লুঠের অভিযোগ আসছে। বাদ নেই মুর্শিদাবাদের বহরমপুর পুরসভা। আর জেলার রঘুনাথগঞ্জ পুরসভায় ইভিএম ভাঙচুর হয়েছে।

তবে বহরমপুরে অধীর চৌধুরীর মানরক্ষার লড়াই। বাম আমলে সিপিআইএমের বিরুদ্ধে আর পরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা অধীরবাবু এখন বামেদের বন্ধু।

বহরনপুর পুরসভার যে খানেই অভিযোগ সেখানেই হাজির দাপুটে সাংসদ। লোকসভার ভোটে দৌড়ে দৌড়ে ভাবে ভোটার ধরেছিলেন। বিধানসভার ভোটেও কংগ্রেসের হয়ে দৌড়েছিলেন। আর পুরভোটেও তিনি দৌড়ে যাচ্ছেন। রবিবার সকাল থেকে বারবার অধীর চৌধুরী আলোচিত। বিভিন্ন বুথে তিনি হাজির হতেই গরম হচ্ছে পরিস্থিতি।

অধীর চৌধুরী তাঁর গাড়ি করে ভোটার নিয়ে যাচ্ছেন বলে অভিযোগে তৃণমূল কংগ্রেস ঘিরে ধরে সেই গাড়ি। রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে। অধীরবাবু তাদের সামনেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গীতে ‘আক্রান্ত’ ভোটারদের গাড়িতে তোলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বুথ লুঠের প্ররোচনা দিচ্ছেন অধীরবাবু। বহরমপুর সরগরম।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন