Adhir Ranjan Chowdhury: বিক্ষোভের মুখে অধীর, ৫ বারের সাংসদকে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

ফের একবার বিক্ষোভের মুখে পরলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী এবং ৫ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বহরমপুরের পর এবার ২৪-এর লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে মুর্শিদাবাদের নওদায় আজ শনিবার তৃণমূলের বিক্ষোভের মুখে পরলেন অধীর।

Adhir Ranjan Chowdhury: বিক্ষোভের মুখে অধীর, ৫ বারের সাংসদকে 'গো ব্যাক' স্লোগান তৃণমূলের

   

অভিযোগ, আজ অধীরের কনভয়ের সামনে তুমুল ধস্তাধস্তি। এদিকে নির্বাচন কমিশনে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন অধীর চৌধুরী। এদিন নওদায় অধীরকে দেখে গো ব্যাঙ্ক স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। এহেন ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্য ঘটনাস্থলে এসে হাজির হয়েছে স্থানীয় পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়া চেষ্টা করছে পুলিশ বাহিনী।

এর আগে বহরমপুরে ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পরেন অধীর। প্রচারের মাঝে অধীর রঞ্জন চৌধুরীকে দেখে ‘গো ব্য়াক’ স্লোগান দিতেই মেজাজ হারান কংগ্রেস প্রার্থী। এক যুবকের দিকে তেড়ে অবধি যান তিনি, মারতেও উদ্যত হন। আর এই ঘটনার ভিডিও  সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায়। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন