Lalrinzuala Lalbiaknia: আইলিগের এই ফুটবলারের দিকে নজর তিন ক্লাবের

আইএসএলের গ্ৰুপ পর্ব শেষ হওয়ার পর থেকেই যথেষ্ট জোরাল হয়েছে দল গঠনের কাজ। সময়ের সাথে সাথে যথেষ্ট সক্রিয়তা দেখাচ্ছে দল গুলি। মূলত আইএসএলের পাশাপাশি আইলিগের…

Lalrinzuala Lalbiaknia

আইএসএলের গ্ৰুপ পর্ব শেষ হওয়ার পর থেকেই যথেষ্ট জোরাল হয়েছে দল গঠনের কাজ। সময়ের সাথে সাথে যথেষ্ট সক্রিয়তা দেখাচ্ছে দল গুলি। মূলত আইএসএলের পাশাপাশি আইলিগের ফুটবলারদের দিকে ও নজর পড়তে থাকে দল গুলির। যাদের মধ্যে অন্যতম হল লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া (Lalrinzuala Lalbiaknia)।

এবারের আই লিগ মরশুমে অনন্য রেকর্ড সৃষ্টি করেছেন এই ফুটবলার। ভেঙেছেন ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রীর সর্বোচ্চ গোলের রেকর্ড। আইজল এফসি এ বছর খুব একটা সক্রিয়তা দেখাতে না পারলেও যথেষ্ট নজর কেড়েছেন লালবিয়াকনিয়া। সেজন্য, নতুন মরশুমের কথা মাথায় রেখে সবার আগে তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে মহামেডান স্পোর্টিং ক্লাব।

   

জানা গিয়েছিল, এই ফুটবলারকে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই বদলে গিয়েছে পরিস্থিতি। মহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে আইএসএলের পুরনো দুইটি দল। যাদের মধ্যে একজন পাঞ্জাব এফসি এবং অন্যজন জামশেদপুর এফসি। বলাবাহুল্য, গত মরশুমের মাঝামাঝি সময় অর্থাৎ উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই এই ফুটবলারকে নেওয়ার পরিকল্পনা ছিল খালিদ জামিলের ফুটবল ক্লাবের। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। আইজলে থেকে গিয়েছিলেন এই তরুণ ফুটবলার।

তবে মরশুম শেষ করে আগামী সিজারের জন্য দল গঠনের ক্ষেত্রে আবারো তাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে জামশেদপুর। এই পরিস্থিতিতে আদৌ তিনি মহামেডানে আসবেন কিনা এখন সেটাই দেখার বিষয়।