Loksabha election 2024: প্রচার ছেড়ে প্রার্থী ছুটলেন হাসপাতালে, প্রাণে বাঁচালেন মা এবং সদ্যোজাতকে

ভোটের প্রচার ছেড়ে প্রার্থী দৌড়ালেন হাসপাতালে! ভোটের বাজারে এই ঘটনা অভিনব। হাসপাতালে গিয়ে তিনি এক জটিল অস্ত্রোপচার করলেন এবং প্রাণে বাঁচালেন মা এবং এক শিশুকে।…

tds leader

ভোটের প্রচার ছেড়ে প্রার্থী দৌড়ালেন হাসপাতালে! ভোটের বাজারে এই ঘটনা অভিনব। হাসপাতালে গিয়ে তিনি এক জটিল অস্ত্রোপচার করলেন এবং প্রাণে বাঁচালেন মা এবং এক শিশুকে। এইদিকে তাঁর জন্য দাঁড়িয়ে রয়েছে রাজনৈতিক কর্মী সমর্থকরা। কারণ তিনি ভোটের প্রচারে বেরোতে যাচ্ছিলেন! কিন্তু তিনি তাঁর পেশাকে গুরুত্ব দিলেন। ছুটলেন হাসপাতালে।এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন গোট্টিপতি লক্ষ্মী, এমন সময়ই হাসপাতাল থেকে খবর আসে যে এক প্রসূতির অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, অবিলম্বে অস্ত্রোপচার করে শিশুটিকে বের না করলে, তাঁর মৃত্য়ু হবে। মায়েরও প্রাণহানির আশঙ্কা তৈরি হবে। হাসপাতালে সেই সময়ে কোনও গাইনোকলজিস্ট না থাকায় গুন্টুরের একটি হাসপাতালে রেফার করা হয় ওই প্রসূতিকে।খবর পেয়েই প্রচার ছেড়ে গুন্টুরের ওই হাসপাতালে ছোটেন লক্ষ্মী। সেখানে গিয়ে জরুরি সি-সেকশন করে সদ্যোজাত ও তাঁর মায়ের প্রাণ বাঁচান।

   

গোট্টিপতি লক্ষ্মী তেলেগু দেশম পার্টির একজন নেত্রী এবং অন্ধ্রপ্রদেশের লোকসভা নির্বাচনের একজন প্রার্থী। বৃহস্পতিবার তিনি সবেমাত্র নির্বাচনী প্রচারে বেরোতে যাবেন ঠিক এমন সময় খবর আসে এক প্রসূতির অবস্থা জটিল। তাঁকে তৎক্ষণাৎ অপারেশন করতে হবে। তিনি সব ফেলে ছুটে যান। এক ঘটনার পরে তিনি জানান, সবাই যখন তাঁর কাজে বাহবা দিচ্ছেন, তখন টিডিপি প্রার্থী বলেন, “চিকিৎসা আমার পেশা। প্রচারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করা।টিডিপি জিতলে আমি এখানে হাসপাতাল তৈরি করে দেব।”