ভারতবর্ষ। নানা জাতি, নানা ধর্মের দেশ। হিন্দু-মুসলিম-খিস্টান-বৌদ্ধ-শিখ-জৈন সহ অন্যান্য ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান হয়তো সারা পৃথিবীর মধ্যে একমাত্র এই ভারতেই রয়েছে। মাঝে মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতির নানা ছবি উঠে আসে সোশাল মিডিয়ার পর্দায়। এবার সেই ধরনের এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা জয়জিৎ ব্যানার্জী (Joyjit Banerjee)।
নিজের ফেসবুক পেজে জয়জিৎ এই সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতার কথা পোস্ট করেছেন। নিতান্তই সাদামাটা সেই ঘটনা, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে ভারতের শাশ্বত সত্যের মূর্ছনা। নিজের বাড়িতে লোকনাথবাবার পুজোর গল্প বলেছেন অভিনেতা।
তীব্র গরমে সুখবর, ঝেঁপে বৃষ্টি আসছে বাংলার এই ১৫ জেলায়
জয়জিৎ ব্যানার্জী লিখেছেন, কাল বাড়িতে লোকনাথবাবার পুজো ছিল। আমার বাড়িতে যিনি আমাদের কাজে সাহায্য করেন তিনি মুসলমান। ওনার মেয়ে কয়েকদিন যাবৎ অসুস্থ।দুটো অমৃত্তি মাকে কিনে এনে দিয়ে বললেন “আমার মেয়ের নামে একটু পুজো দেবেন “যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় । মা পুজো দিয়েছেন ওঁর মেয়ের নামে।তাড়াতাড়ি বোন যেন সুস্থ হয়ে যায় আমার ও প্রার্থনা। এটাই আমার ভারতবর্ষ।
জনপ্রিয় বাঙালি অভিনেতার এই পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নেটিজেনদের অধিকাংশই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জয়জিৎকে। তবে কেউ কেউ বিরূপ মন্তব্যও করেছেন।
কমেন্ট সেকশনে কেউ লিখেছেন – মনটা ভরে গেলো, একদম, এটাই আমার দেশ। আবার কারও মতে, চোখে জল এলো সত্যি…এটাই তো আমার ভারতবর্ষ…শুধু কিছু মানুষের স্বার্থ সিদ্ধির কারণে সবটা এলোমেলো হয়ে যাচ্ছে …তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক বাচ্ছা টি।
চরম খারাপ ফল হবে তৃণমূলের! ইঙ্গিত দলেরই যুবনেতা দেবাংশুর ‘এক্সিট পোল’-এ
একজন নেটিজেন লিখেছেন, হিন্দু মুসলিম কোন ব্যাপার না আমাদের ভেতরে সৎ আত্মা হলো ঈশ্বর ভক্তি ভরে ডাকলে সে প্রার্থনা শোনে। একজনের মতে, মুসলমান তো কি হয়েছে সমস্যা থাকার তো কথা নয়।মানুষ তো ।এই ভেদাভেদ কেনো ।যার যার ধর্ম যার যার কাছে। আবার আরেকজনের মতে, ঠিক বলেছেন দাদা,,,এটাই আমাদের দেশ,,,আবার এটাও দেখেছি মুসলমান রা পূজোর প্রসাদ খেতে চান না,।
অভিনেতার সমালোচনা করে জনৈক একজনের কমেন্ট, গোমাংস ভক্ষণকারীদের নামের পূজা, বাবা কী গ্রহণ করবেন ? আপনি নিশ্চিত ? (সমস্ত কমেন্টের বানান অপরিবর্তিত)
ছাপ্পার জেরে ভোট বাতিল! রাজ্যের দুই বুথে আজ চলছে পুনর্নির্বাচন