আমুলের পর দাম বাড়ল মাদার ডেয়ারির প্যাকেটজাত দুধের, মাথায় হাত মধ্যবিত্তের

অপেক্ষায় ছিল তারা। ভোট মিটতেই মাদার ডেয়ারির প্যাকেটজাকত দুধের দাম বাড়িয়ে দেওয়ায় সিদ্ধান্ত নিল। মাদার ডেয়ারির এই সিদ্ধান্তে ধাক্কা খেতে চলেছে মধ্যবিত্ত। কারন শিশু থেকে…

mother dairy

অপেক্ষায় ছিল তারা। ভোট মিটতেই মাদার ডেয়ারির প্যাকেটজাকত দুধের দাম বাড়িয়ে দেওয়ায় সিদ্ধান্ত নিল। মাদার ডেয়ারির এই সিদ্ধান্তে ধাক্কা খেতে চলেছে মধ্যবিত্ত। কারন শিশু থেকে বয়স্ক সকলের দৈনিক খাদ্যের তালিকায় থাকে দুধ। আর এক ধাক্কায় লিটার প্রতি ২ টাকা দাম বাড়াল মাদার ডেয়ারির প্যাকেটজাত দুধের।

ঘরে ঘরে দুধ একটি অপরিহার্য পানীয়। হঠাৎ করে দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়ে দেওয়ায় চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে তাতে কোনও সন্দেহ নেই। দিল্লি এনসিআর মার্কেটিং ফেডারেশন দুধের দাম হঠাৎ করে ২ টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। এতে আর্থিক টান পড়তে চলেছে মধ্যবিত্তের তা বলাই যায়।

   

৩ জুন থেকে সমগ্র দেশে এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। সেখানে জানানো হয়েছে সব ধরনের মাদার ডেয়ারির দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ানো হয়েছে । সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে আগে অন্যান্য সংস্থাগুলি দাম বাড়ালেও মাদার ডেয়ারি দাম বাড়ায়নি। তাই তারা এইবার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

দাম বৃদ্ধির পর মাদার ডেয়ারি দুধের দামের বিশেষ তালিকা প্রকাশ করেছে সেখানে পরিমান মত দুধের প্যাকেটের দাম রাখা হয়েছে বুলক ভেন্ডেড মিল্কের দাম ৫২ থেকে বেড়ে ৫৪ টাকা করা হয়েছে। টোনেড মিল্ক ৫৪ টাকা থেকে বাড়িয়ে ৫৬ তাকা করা হয়েছে। কাউ মিল্ক ৫৬ টাকা থেকে বাড়িয়ে ৫৮ টাকা করা হয়েছে। ফুল ক্রিম মিল্ক ৬৬ টাকা থেকে বাড়িয়ে ৬৮ টাকা করা হয়েছে। বাফালো মিল্ক ৭০ টাকা থেকে বাড়িয়ে ৭২ টাকা করা হয়েছে। ডাবল টোনড মিল্ক ৪৮ টাকা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। তবে এই দাম শোনার পর অস্বস্তিতে পড়েছে দেশবাসী।