লোকসভা ভোটে বিশ্বরেকর্ড গড়েছে ভারত! জানুন সেই নজির

অষ্টাদশ লোকসভা ভোট মিটেছে গত শনিবার। আর রাত পোহালেই লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হবে। এই মাহেন্দ্রক্ষণে সাংবাদিক বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি সোমবার সাংবাদিক…

election commission

অষ্টাদশ লোকসভা ভোট মিটেছে গত শনিবার। আর রাত পোহালেই লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হবে। এই মাহেন্দ্রক্ষণে সাংবাদিক বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি সোমবার সাংবাদিক বৈঠক করে ভোটের কাজে যুক্ত সকল ভোটকর্মীদের এবং ভোটারদের ধন্যবাদ জানান। নির্বাচন কমিশনার রাজীব কুমার সামনে আনলেন চমকে দেওয়ার মতো কিছু তথ্য। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, ” ১.৫ কোটি পোলিং এবং নিরাপত্তা কর্মী কাজ করেছেন নির্বাচনে। এঁদের ছাড়া নির্বাচন সম্ভব হত না। এঁরা নেপথ্য নায়ক। নির্বাচনে ১৩৫টি বিশেষ ট্রেন চালানো হয়েছে। নজরদারি দল ছিল ৬৮ হাজারের বেশি। ১,৬৯২টি কপ্টার ব্যবহার হয়েছে।”

এক্সিট পোল প্রকাশ্যে আসতেই মাথাচারা দিল শেয়ার বাজার, রেকর্ড উচ্চতায় সেনসেক্স

   

এখানেই শেষ নয়, তিনি চমকে দেওয়ার মতো আরও তথ্য জানিয়েছেন যে, ভারতে মোট ৬৪২ মিলিয়ন অর্থাৎ ৬৪.২ কোটি ভোটার ভোট দিয়েছেন। এই পরিসংখ্যান বিশ্বে সর্বাধিক রেকর্ড বলে জানিয়েছে তিনি। তিনি এও উল্লেখ করেছেন যে, জি৭ দেশগুলির মধ্যে এই পরিসংখ্যান সবচেয়ে বেশী। অর্থাৎ জি৭ দেশগুলির তালিকায় রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

তিনি আরও সংযোজন করেন যে ‘‘এ বছর বেশি পুর্ননির্বাচন হয়নি। ৩৯টি পুর্নর্নিবাচন হয়েছে মাত্র। এর মধ্যে ২৫টি অরুণাচল এবং মণিপুরে হয়েছে। ১৪ পুর্ননির্বাচন বাকি দেশে হয়েছে।’’ শুধু তাই নয়, মহিলা ভোট নিয়েও তাঁর মুখে শোনা গিয়েছে, ”সকল ভোটারের মধ্যে ৩১.২০ লক্ষের বেশি মহিলা ভোট দিয়েছেন। দেশের মহিলাদের জন্য গর্বিত।