ভোট দিতে না পারায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পুনঃনির্বাচনের দাবিতে বিক্ষোভে সাধারণ মানুষ

গতকাল পঞ্চায়েত নির্বাচনের ভোটদান পর্বে একের পর এর হিংসা, ভোট লুটের ছবি ফুটে উঠেছিল। এবার চাঁচলে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগে পুনঃনির্বাচনের দাবিতে পথ অবরোধ…

গতকাল পঞ্চায়েত নির্বাচনের ভোটদান পর্বে একের পর এর হিংসা, ভোট লুটের ছবি ফুটে উঠেছিল। এবার চাঁচলে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগে পুনঃনির্বাচনের দাবিতে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সাধারণ মানুষের।

ভোটদান পর্বে রাজ্যের শাসক দল তৃণমূলের অত্যাচারে ভোটাররা চাঁচলের সন্তোষপুর সহ বিভিন্ন বুথে ঢুকতে পারেনি। এর সঙ্গে এই বুথে চলে তৃণমূলের অবাধে ভোট লুট। যার ফলে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। তাই আজ নিজেদের অধিকারের জন্য পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। এই দাবি নিয়ে তারা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা।

স্থানীয়দের দাবি, গোটা নির্বাচন কেন্দ্রে কোনো কেন্দ্রীয় বাহিনী ছিল না রাজ্য পুলিশ ছিল তবে সে মাত্র একজন। তার কাছে বারংবার অভিযোগ জানানো সত্বেও সে ভোটারদের কোনো সাহায্য করতে পারেনি। এর পরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোট কেন্দ্র থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় ভোটারদের।

ভোট দেওয়া থেকে বঞ্চিত এক সাধারণ মানুষ জানিয়েছেন, কাল আমরা ভোট দিতে পারিনি টিএমসিরা ভোট লুট করেছে। আমরা নির্বাচন কেন্দ্রে যাওয়ার পর আমাদের বলা হয়েছে তোমাদের ভোট দেয়া হয়ে গেছে বাড়ি চলে যাও। তাই আমরা আজ পথে নেমেছি ওই দুটো বুথে যেন ফের নির্বাচন হয়।