বিদ্যুৎ বিলের ভয়ে ফ্রিজ বন্ধ রাখছেন! সমাধান মিলবে এই পদ্ধতিতে

বর্তমানে আমাদের সকলের বাড়িতেই রয়েছে ফ্রিজ। কারণ ফ্রিজ সাম্প্রতিক সময়ে আমাদের বাড়ির অন্যতম প্রয়োজনও একটি বৈদ্যুতিক সামগ্রী। যেকোনো খাবার সে কাঁচা হোক কিংবা রান্না করা…

বর্তমানে আমাদের সকলের বাড়িতেই রয়েছে ফ্রিজ। কারণ ফ্রিজ সাম্প্রতিক সময়ে আমাদের বাড়ির অন্যতম প্রয়োজনও একটি বৈদ্যুতিক সামগ্রী। যেকোনো খাবার সে কাঁচা হোক কিংবা রান্না করা দীর্ঘদিন ধরে সতেজ রাখতে ফ্রিজের জুড়ি মেলা ভার। তাই বর্তমান সময়ে প্রায় সকলের বাড়িতেই ছোট থেকে বড় বিভিন্ন মাপের ফ্রিজ রয়েছে।

অন্যদিকে বর্তমানে বাজারে হরেক রকম ফ্রিজের সমাগম লক্ষ্য করা যায় তার মধ্যে কিছু রয়েছে উন্নত প্রযুক্তির ইনভার্টার টেকনোলজি যুক্ত আবার কিছু রয়েছে পুরনো টেকনোলজি যুক্ত। তবে আপনার বাড়িতে যেরকমই ফ্রিজ থাকুক না কেন বিদ্যুতের বিল নিশ্চয়ই আপনার মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ। অনেকে মনে করেন ফ্রিজ যদি প্রতিদিন কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা যায় তাহলে বিদ্যুতের বিল অনেকটাই কম আসে।

আবার অনেকেই আছেন যারা সপ্তাহে অন্তত পাঁচ ছয় ঘন্টা ফ্রিজ বন্ধ করে রাখেন। সাধারণত আমাদের মধ্যে একটি ধারণা রয়েছে বৈদ্যুতিক যন্ত্র যত বন্ধ করে রাখা হবে ততই বিদ্যুতের বিল কম আসবে কিন্তু ফ্রিজ কিংবা এসির ক্ষেত্রে সেই যুক্তি কোন ভাবে কাজ করে না। কারণ বাড়ির ফ্রিজ এবং এসি অন্য টেকনোলজি দিয়ে তৈরি হয়। সাধারণত ফ্রিজের মধ্যে থাকে এমন একটি সেন্সর। যা নিজে থেকেই ঠিক করে নেয় ফ্রিজের ভেতরে কখনো ঠান্ডা প্রয়োজন এবং কখন ঠান্ডা প্রয়োজন নেই।

সেই অনুযায়ী তারা নিজে থেকেই অফ অন হয়ে থাকে। তাই অযথা বারংবার ফ্রিজ বন্ধ করে রাখার কোনো কারণ নেই। আবার আপনি যদি দীর্ঘক্ষণ বন্ধ করে রাখেন ফ্রিজের ভেতরে ঠান্ডা বাতাস ধীরে ধীরে গরম হতে শুরু করবে। যার ফলে কম্প্রেসার অতি দ্রুত ফ্রিজের ভেতরের পরিবেশকে ঠান্ডা করার চেষ্টা করবে এবং যার ফলে আপনার বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে যাবে।