Weather Update: রাজ্যে আবহাওয়া বদলের পূর্বাভাস

নিউজ ডেস্ক : বছর ঘুরতেই বাংলা জুড়ে জাঁকিয়ে শীত। রাতে ও ভোরের দিকে এক লাফে অনেকটাই কমছে পারদ। কনকনে ঠান্ডায় জুবুথুবু কলকাতাবাসী। তবে রাতের দিকে সামান্য…

নিউজ ডেস্ক : বছর ঘুরতেই বাংলা জুড়ে জাঁকিয়ে শীত। রাতে ও ভোরের দিকে এক লাফে অনেকটাই কমছে পারদ। কনকনে ঠান্ডায় জুবুথুবু কলকাতাবাসী। তবে রাতের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কারণ ফের পশ্চিমী ঝঞ্ঝা! ফের একবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাবে উত্তুরে হাওয়া। ফলে রাতের দিকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

হাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় রাতে ১ থেকে ২ ডিগ্রি বাড়বে পারদ। তবে পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পাওয়ার আগে দক্ষিণবঙ্গে আজও শীতের পূর্ণ আমেজ বজায় রয়েছে। বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার অবধি বাংলার উত্তরের এবং দক্ষিণের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু তারপর থেকেই আবহাওয়া বদলে যাবে। বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আজ বেলা বাড়লে কিছুটা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা। তবে আপাতত আগামী ৭২ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস নেই। এদিকে ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি এবং ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে প্রভাব ফেলবে। বেশ ঠান্ডা অনুভূত হলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে।