কয়লা পাচার (Coal Scam) মামলায় বুধবার সিবিআই দফতরে হাজিরা দিলেন ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা। এর আগে সিবিআই হাজিরা এড়িয়ে যান তৃণমূল বিধায়ক। দ্বিতীয়বার তলবে নিজাম প্যালেসে উপস্থিত হলেন তিনি। শওকতের সমস্ত তথ্য চেয়েছে সিবিআই। তাঁর নামে কোনও কোম্পানি থাকলেও তার কাগজপত্র দেখছেন।
যদিও সওকতের দাবি , কয়লা পাচারের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। জীবনতলায় ৪-৫টি ইটভাটা আছে, সেখানে কোথা থেকে কয়লা আসে, কারা কয়লা দেয়, তা তিনি জানেন না। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তাঁর নাম এই মামলায় যুক্ত করা হয়েছে।
কয়লা পাচার মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। গতকাল সিবিআইয়ের কড়া প্রশ্নবাণের মুখোমুখি হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, টানা ৭ ঘন্টার জিজ্ঞাসাবাদে বিদেশী ব্যাঙ্ক অ্যাকাউণ্টের হদিশ পেতে চেয়েছে সিবিআই। সেই মামলাতেই এবার জিজ্ঞাসাবাদ শওকত মোল্লাকে।