AFC Asian Cup 2023: সুনীলদের শুভেচ্ছা জানাল এএফসি

সদ‍্য সমাপ্ত এএফসি কাপের (AFC Asian Cup) চূড়ান্ত বাছাই পর্ব থেকে টুর্নামেন্টের মূল পর্বে স্থান করে নেওয়া এশিয়ার এগারো দলকে শুভেচ্ছা জানালেন এশিয়ার ফুটবল সংস্থার…

AFC greets Indian football team

সদ‍্য সমাপ্ত এএফসি কাপের (AFC Asian Cup) চূড়ান্ত বাছাই পর্ব থেকে টুর্নামেন্টের মূল পর্বে স্থান করে নেওয়া এশিয়ার এগারো দলকে শুভেচ্ছা জানালেন এশিয়ার ফুটবল সংস্থার সভাপতি শেখ সলমন বিন ইব্রাহিম আল খলিফা।

টুর্নামেন্টের মূলপর্বে খেলার জন্য ১৩ টি দল এর আগেই নিশ্চিত হয়েছিল।পরের ১১ টা স্থানে জন্য চলছিল লড়াই ২৪ টি দলের মধ্যে, যার মধ্যে ছিলো ভারত’ও।২৪ টি দলকে ছয়টি গ্রুপে বিভক্ত করা হয়েছিল।

এর মধ্যে থেকে চ‍্যাম্পিয়ান হিসেবে গ্রুপ ‘এ’-এর থেকে জর্ডান, গ্রুপ ‘বি’-এর থেকে প্যালেস্তাইন, গ্রুপ ‘সি’-এর থেকে উজবেকিস্তান, গ্রুপ ‘ডি’-এর থেকে ভারত, গ্রুপ ‘ই’-এর থেকে বাহরিন এবং গ্রুপ ‘এফ’-এর থেকে তাজিকিস্তান মূলপর্বে স্থান নিশ্চিত করেছে।অন‍্যদিকে ছয়টা গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে শেষ করা সেরা পাঁচটা দল হলো হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, কিরঘিজস্তান।

ভারত সহ যোগ‍্যতা অর্জন কারী সবকটি দলকে অভিনন্দন জানিয়েছেন এএফসি সভাপতি আল খলিফা,তিনি প্রতিটি দলকে স্বাগতম জানিয়েছেন, এছাড়া তার ধারনা এই কোয়ালিফাই পর্ব’টি এশিয়ার ফুটবলের ইতিহাসে থেকে যাবে আজীবন।পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন সেই ছয়টি দেশকে যারা এমন সুষ্ঠ ভাবে এই গোটা নির্নায়ক পর্বের ম‍্যাচ আলোচনা করলো।

অস্ট্রেলিয়া, চিন, কাতার, ইরান, ইরাক, জাপান, দক্ষিণ কোরিয়া, লেবানন, ওমান, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী ,ভিয়েতনামের সাথে এশিয়ার সেরা দেশ হওয়ার লড়াইয়ে নামবে এই ১১ টি দল‌।