Presidential Election: মমতার সঙ্গে বৈঠকে সিপিআইএম, রাষ্ট্রপতি নিয়ে দরকষাকষি শুরু

রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) বিরোধী শিবিরের রণকৌশল নির্ধারণে দিল্লিতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে দেশের নজর। বিভিন্ন অ-বিজেপি দলের গোঁসা বাড়ছে। আর পশ্চিমবঙ্গকে…

রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) বিরোধী শিবিরের রণকৌশল নির্ধারণে দিল্লিতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে দেশের নজর। বিভিন্ন অ-বিজেপি দলের গোঁসা বাড়ছে। আর পশ্চিমবঙ্গকে বাম শূন্য করার নেত্রী মমতার সঙ্গে বৈঠকে আছে সিপিআইএম। দলের তরফে সাংসদ ই করিম প্রতিনিধি।

তৃণমূল নেত্রী মমতার আমন্ত্রনে চার রাজনৈতিক দল উপস্থিত না হলেও বৈঠকে হাজির দেড় ডজন রাজনৈতিক দল।

কনস্টিউশন ক্লাবের কংগ্রেসের তরফে উপস্থিত হন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে, জয়রাম রমেশ, রণদীপ সিং সুরজেওয়ালা। উপস্থিত হয়েছেন সমাজবাদী পার্টর অখিলেশ যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, সিপিআইএম(এল) লিবারেশন সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। শিবসেনার পক্ষ থেকে উপস্থিত হয়েছে প্রিয়াঙ্কা চতুর্বেদী। উপস্থিত হয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার।

বৈঠকে আছেন প্রফুল্ল প্যাটেল। জেডিএস-এর পক্ষ থেকে বিরোধীদের বৈঠকে যোগ দিচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। এ ছাড়াও বৈঠকে যোগ দেবেন ডিএমকে নেতা টি আর বালু ও থিরুচি শিবা। আরজেডির পক্ষ থেকে থাকবেন তেজস্বী যাদব ও মনোজ ঝাঁ। আরএলডির তরফে থাকছেন জয়ন্ত চৌধুরী। সিপিআইয়ের হয়ে থাকছেন বিনয় বিশ্যম। ন্যাশনাল কনবফারেন্স নেতা ওমর আবদুল্লাহ এদিনের বৈঠকে উপস্থিত হয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে থাকবেন সুখেন্দুশেখর রায় ও যশবন্ত সিনহা। এখনই কোনও প্রার্থীর নাম ঘোষণা করছেন না বিরোধী পক্ষ। সূত্রের খবর, একাধিক দলের তরফে একাধিক প্রস্তাব দেওয়া হবে। একাধিক নাম সেখান থেকে বেছে নেওয়া হবে। চলতি মাসেই আরও একটি বৈঠক ডেকে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, কংগ্রেস থাকায় বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের তেলঙ্গানা রাষ্ট্র সমিতি। আকালি দল, আম আদমি পার্টি এই বৈঠকে যোগ দিচ্ছে না। শোনা যাচ্ছে, এবারেও এনডিএর পক্ষ নিতে চলেছেন বিজেডি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখতে চায়আপ এবং আকালি দল। আগামী দিনে বিরোধী প্রার্থীকেই সমর্থন করতে চান তারা।