যোগী রাজ্যে তরুণীকে পিটিয়ে মারল পুলিশ

যোগীরাজ্য উত্তরপ্রদেশে (Uttarpradesh) আইনশৃঙ্খলা যে একেবারে ভেঙে পড়েছে একের পর এক ঘটনায় সেটা সামনে আসছে। এবার পুলিশের মারে মৃত্যু হল এক তরুণীর। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের…

যোগীরাজ্য উত্তরপ্রদেশে (Uttarpradesh) আইনশৃঙ্খলা যে একেবারে ভেঙে পড়েছে একের পর এক ঘটনায় সেটা সামনে আসছে। এবার পুলিশের মারে মৃত্যু হল এক তরুণীর। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের চানদৌলির সৈয়দরাজা থানার অন্তর্গত মনরাজপুর গ্রামে এক কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। কিন্তু অপরাধীকে বাড়িতে না পেয়ে তার দুই বোনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাতেই মৃত্যু হয় ওই তরুণীর। ঘটনাটি সামনে আসতেই বিজেপি শাসিত রাজ্যের পুলিশের কীর্তি নিয়ে সরব হয়েছে গোটা রাজ্যে। প্রবল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত এই ঘটনায় ৬ পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সাসপেন্ড করা হয়েছে স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে।

পুলিশ জানিয়েছে, কানহাইয়া যাদব নামে এক অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে স্থানীয় আদালত। সে কারণে কানহাইয়াকে গ্রেফতার করতে রবিবার বিকেল ৪টে নাগাদ তার বাড়িতে তল্লাশি অভিযানে যায় এক দল পুলিশকর্মী। যদিও কানহাইয়াকে ধরতে পারেনি পুলিশ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, গুড়িয়া যাদব নামে এক তরুণী ঘরের মেঝেতে গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন। পরে ওই তরুণীর মৃত্যু হয়। গুড়িয়া কানহাইয়ার বড় বোন। ছোট বোন গুঞ্জা যাদব ভিডিওটি করেন।

   

ভাইরাল হওয়া অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, গুঞ্জা ও তাঁর আত্মীয়রা সাফ জানিয়েছেন, পুলিশের মারেই মৃত্যু হয়েছে গুড়িয়ার। এদিকে ময়নাতদন্তের রিপোর্টে গুড়িয়ার মৃত্যুর কারণ ‘অজানা’ বলে উল্লেখ করা হয়েছে। যদিও তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের দাবি, যোগীর পুলিশ ময়নাতদন্তের রিপোর্টেও কারচুপি করেছে। গুড়িয়ার মৃত্যুর পর কানহাইয়ার ছোট ভাই থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে ৬ পুলিশ কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এ ঘটনায় চানদৌলির এসপি অঙ্কুর আগরওয়ালের নির্দেশে সৈয়দরাজার থানার এসএইচও উদয় প্রতাপ সিংকে সাসপেন্ড করা হয়েছে। এসপি জানিয়েছেন, ভিসেরা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে। মৃত তরুণীর পরিবারের পাশাপাশি, বিরোধীরা এই ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছে।