Coal Scam: মন্ত্রী মলয় ঘটকের আলমারিতে কী আছে? তালা ভাঙতে মরিয়া সিবিআই

আলমারি খুলতে চায় সিবিআই, কিন্তু চাবি নেই। তবে হাল ছাড়তে নারাজ (CBI) কেন্দ্রীয় তদন্তকারীরা। চাবিওয়ালা ডাকিয়ে তালা ভাঙতে মরিয়া সিবিআই। কয়লা পাচার (Coal Scam) তদন্তের…

Coal Scam: মন্ত্রী মলয় ঘটকের আলমারিতে কী আছে? তালা ভাঙতে মরিয়া সিবিআই

আলমারি খুলতে চায় সিবিআই, কিন্তু চাবি নেই। তবে হাল ছাড়তে নারাজ (CBI) কেন্দ্রীয় তদন্তকারীরা। চাবিওয়ালা ডাকিয়ে তালা ভাঙতে মরিয়া সিবিআই। কয়লা পাচার (Coal Scam) তদন্তের কি়ছু মূল্যবান সূত্র আছে মন্ত্রী (Molay Ghatak) মলয় ঘটকের আসানসোলের (Asansol) বাড়িতে। তিনি নেই!

দুয়ারে সিবিআই আর আইন মন্ত্রী মলয় ঘটক কোথায়? এই প্রশ্ন রাজ্য জুড়ে। কারণ পশ্চিম বর্ধমানের আসানসোলের পাশাপাশি কলকাতার লেক গার্ডেন্সের বাড়িতে়ও চলছে তল্লাশি। সেখানেও তিনি নেই বলে জানা যাচ্ছে। তবে তিনি কোথায়? পশ্চিম বর্ধমান জেলা তৃ়ণমূল নীরব।

   

Coal Scam: মন্ত্রী মলয় ঘটকের আলমারিতে কী আছে? তালা ভাঙতে মরিয়া সিবিআই

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী মলয় ঘটককে কয়লা পাচার কাণ্ডে সিবিআই বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করছে। যদিও বারবার তিনি হাজিরা এড়িয়েছেন

সিবিআই সূত্রে খবর, আসানসোলে আইন মন্ত্রী মলয় ঘটকের তিনটি বাড়ি, কলকাতার বাড়ি সহ মোট সাত জায়গায় অভিযান চলছে।প্রতিটি বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী৷ মন্ত্রীর পরিবারের লোকেরা যাতে বাইরে যোগাযোগ করতে না পারে সেজন্য সমস্ত ফোন নিয়ে নেওয়া হয়েছে৷

আসানসোলে মলয় ঘটক, তাঁর ভাই ও আত্মীয়দের বাড়ি চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কলকাতা থেকে আসানসোলে উপস্থিত হয়েছে বিরাট বাহিনী৷

Coal Scam: মন্ত্রী মলয় ঘটকের আলমারিতে কী আছে? তালা ভাঙতে মরিয়া সিবিআই
মলয় ঘটক

এর আগে কয়লা পাচার মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাজিরা এড়িয়ে গেছেন মলয় ঘটক। কয়লা পাচার মামলায় এর আগে একাধিক জনকে গ্রেফতার করে সিবিআই। তারা এখন আসানসোল জেলে৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পায় সিবিআই৷ সেই সমস্ত তথ্যকে সামনে রেখে আসানসোল জুড়ে বিরাট অভিযানে নেমেছে সিবিআই৷