Cow smuggling case: শরীর ভালো না থাকায় জামিনের আবেদন কেষ্টর

দিন-রাত কাটছে জেলেই। শরীর একেবারেই ভালো নেই গোরু পাচার মামলায় (Case smuggling case) জেলবন্দি তথা বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ জেল হেফাজতের মেয়াদ…

দিন-রাত কাটছে জেলেই। শরীর একেবারেই ভালো নেই গোরু পাচার মামলায় (Case smuggling case) জেলবন্দি তথা বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। বুধবার ফের তাঁকে আদালতে তোলা হবে। এরই মাঝে জামিনের আবেদন করলেন অনুব্রত।

আদালতে যাওয়ার পথে জানালেন শরীর ভালো নেই। বুধবার সকাল ১১ টা ১০ মিনিট নাগাদ তাঁকে আসানসোলন সংশোধনাগার থেকে আদালতের পথে নিয়ে যাওয়া হয়। তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন অনুব্রত। তিনি বলেন, ‘শরীর ভালো নেই।’ যদিও মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআইয়ের অভিযান নিয়ে মুখপ খুলতে রাজি হননি তিনি। প্রসঙ্গত, গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার পর থেকেই সিবিআইয়ের নজরে ছিল অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তি।

গতকাল ফের অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হদিশ পায় সিবিআই। মণীশ কোঠারিকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেখান থেকেই তথ্য পায় তদন্তকারী সংস্থা। গত ১৭ অগাস্ট বোলপুরের একাধিক জায়গায় অভিযান চালায় সিবিআই। ওই দিন অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা। অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউণ্ট মারফত সেভাবে লেনদেন পায়নি সিবিআই। তাই অনুব্রত কন্যা সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকেই নজর ছিল সিবিআইয়ের।