বিপুল কর্মসংস্থান দিশা, পুজোয় চা বিস্কুট তেলেভাজার ব্যবসা করতে আহ্বান মমতার

দুর্গাপুজোর মুখে বিপুল কর্মসংস্থানের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার খড়্গপুর (Kharagpur) শহরে উৎকর্ষ বাংলা অনুষ্ঠান থেকে চাকরির বাজার ও বিস্তারের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী…

দুর্গাপুজোর মুখে বিপুল কর্মসংস্থানের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার খড়্গপুর (Kharagpur) শহরে উৎকর্ষ বাংলা অনুষ্ঠান থেকে চাকরির বাজার ও বিস্তারের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অনুষ্ঠান থেকে কাশফুলের লেপ, বালিশ থেকে তেলেভাজার ব্যবসা কীভাবে করতে হবে তার পন্থা বাতলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা।

মুখ্যমন্ত্রী বলেন,আমার মামার বাড়ি গ্রামে। সেখানে যখন যেতাম দেখতাম পাঁকের মধ্যে পড়ে থাকে ওই কচুরিপানাগড় পাতা যা দিয়ে মাদুরও তৈরি হয়। আপনারা কি জানেন কচুরিপানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, খাবারের থালা তৈরি করছে। আগে শালপাতার থালাতে খাবার দিত। এখন এই নতুন থালাতে খাবার দিচ্ছে। ভাবতে পারেন?

এর আগে হাওড়ার সভা থেকে কাশফুলের বালিশের কথা উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারেও একই কথা উল্লেখ করলেন। তিনি বলেন, ফোঁটা কাশফুলগুলোকে এককাট্টা করে, তুলো মিশিয়ে লেপ, বালিশ তৈরি হতে পারে। চা-বিস্কুট, ঘুগনি, তেলেভাজার ব্যবসা করুন, পুজো আসছে, দিয়ে কুলোতে পারবেন না।

মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে ৮৯ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। ২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে। ১০ হাজার প্রফেসর নিয়োগ করা হয়েছে। পুজোর আগে সব জেলা মিলিয়ে ৩০ হাজার চাকরির সার্টিফিকেট দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ১ লক্ষের বেশি যুবক চাকরি পাবেন বীরভূমের দেউচা পাঁচমিতে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হচ্ছে। আসানসোলে সেল গ্যাস, ডানকুনি থেকে পানাগড় বড়জোড়া থেকে বাঁকুড়া হয়ে পুরুলিয়া পর্যন্ত শিল্প করিডোর, জঙ্গল মহলে ২২২৫ বিঘা জমিতে ৭২ লক্ষ টাকার শিল্প হচ্ছে, তাজপুরে বন্দর তৈরি হচ্ছে। দিঘা সুন্দরীতে তিনটে সেতু, একটানা ৭ কিলোমিটার হেঁটে ঘুরতে পারবেন। লেদার ইন্ডাস্ট্রিতে কয়েক লক্ষ যুবক চাকরি পেয়েছে। ৪০ শতাংশ কর্মসংস্থান হয়েছে। এটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়।