HomeEntertainmentদেবের সঙ্গে রোমাঞ্চ বলিউডি মৌনির

দেবের সঙ্গে রোমাঞ্চ বলিউডি মৌনির

Published on

- Advertisement -

বাংলার ছোট পর্দায় দেখা যেতে চলেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy)কে। মৌনির জন্ম পশ্চিমবঙ্গের কোচবিহারে হলেও সে এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। কলার্স চ্যানেলে “নাগিন” ধারাবাহিক থেকে তার জনপ্রিয়তা দর্শকের মধ্যে বিপুল পরিমাণে বৃদ্ধি পায়।

তারপরেই একের পর এক বলিউডের বড় পর্দার কাজ আসে মৌনির কাছে। বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সাথে “গোল্ড” ছবিতে মুখ্য অভিনেত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল মৌনিকে। সম্প্রতি রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত “ব্রহ্মাস্ত্রে” একটি নেতিবাচক চরিত্রে দেখতে পাওয়া যায় গেছে তাকে।

Advertisements

তবে এবার এই বঙ্গ তনয়া এসেছে বাংলায়। স্টার জলসার “ডান্স ডান্স জুনিয়র” এর মঞ্চে অতিথি বিচারকের আসনে দেখা যাবে তাকে। এমনকি টলিউড সুপারস্টার দেব এর সাথে স্টেজে একসঙ্গে নাচতেও দেখা গেছে অভিনেত্রীকে।

প্রসঙ্গত টলিউডে মৌনির এটা প্রথম কাজ নয়। এর আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে তাকে। বলিউড অভিনেত্রী মৌনির বাংলায় আসা এবং টিভির পর্দায় দেখা যাওয়াকে কেন্দ্র করে তার ভক্তদের এবং বাংলার দর্শকদের মধ্যে অনেক বেশি উচ্ছ্বাস সৃষ্টি হয়ে হয়েছে।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ