Mamata Banerjee: ‘দল তৈরি করে জিতে আসুন’ রাজ্যপালকে নিশানা মমতার

ফের রাজ্য- রাজ্যপাল সংঘাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিশানায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, মাননীয় গভর্নর সাহেব কালো চশমা পরে জ্ঞান…

ফের রাজ্য- রাজ্যপাল সংঘাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিশানায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, মাননীয় গভর্নর সাহেব কালো চশমা পরে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। উনি একটার জায়গায় দশটা সানগ্লাস পরতে পারি। উনি যা খুশি তাই করছেন। উনি সংবিধানের বাইরে বেরিয়ে কিছু করতে পারেন‌ না। এখন বলছেন মুখ্যমন্ত্রী যা করবেন তাই করব। আগে‌ দল তৈরি করে নির্বাচনে জিতে আসুন। এখানে যা খুশি তাই করা যায়না।‌

কিছুদিন আগে নবান্ন থেকে রাজ্যপালকে তোপ দেগেছিলেন। এবার আদিবাসী দিবসে ঝাড়গ্রামে গিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে থেকে‌ লোক নিয়ে এসে‌ বিশ্ববিদ্যালয়গুলির‌ মাথায় বসিয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপ দাগছেন রাজ্যপালকে।

বুধবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উনি বলছেন মুখ্যমন্ত্রী যা বলবেন সেটাই তিনি করবেন। আগে দল তৈরি করে নির্বাচনে জিতে আসুন। একশো বছরেও পারবেন না।

জগদীপ ধনখড়ের পর, রাজ্যপাল বোসের সঙ্গেও টানাপোড়েন শুরু হয়েছে রাজ্যের তৃণমূল সরকারের। পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তিতে রাজভবনে কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত, রাজ্যপালের পদক্ষেপগুলির তীব্র সমালোচনা করেছে রাজ্য সরকার।

এবার মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করার বিল ফেলে রাখা নিয়ে বুধবার ঝাড়গ্রাম থেকে রাজ্যপাল বোসকে নিশানা করেন মমতা। তিনি বলেন, “বিধানসভায় বিল পাস হয়েছে। আপনি ওই বিল ছেড়ে দিন! ইংরেজ আমলে যখন আইন ছিল, দেশে রাজ্যে সেই সময় মোটে তিনটি বিশ্ববিদ্যালয় ছিল। এখন তা বেড়ে ৪৪-৪৫টি হয়েছে। উনি এগুলো ঠিক করবেন? ছাত্রছাত্রীদের ডেকে বলছেন দুর্নীতি কাকে বলে, দাঙ্গা কাকে বলে, এটা রাজ্যপালের কাজ?”

মমতা রাজ্যপালকে নিশানা করে বলেন, “রাজ্যপালের আসন সাংবিধানিক। তাঁর কাজ সীমাবদ্ধ রয়েছে সংবিধানে। সবকিছু এভাবে করতে পারেন না উনি। গায়ের জোরে রাজ্যটাকে কিনে নেওয়া যায় না।”