Bhangar Clash: ভাঙড়ে ব্যাপক বোমবাজিতে জখম একাধিক আইএসএফ সমর্থক

১৪৪ ধারার মধ্যেই বোমাবাজিতে ফের গরম দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে গরম সংঘর্ষ (bhangar clash) কবলিত এলাকা। তৃণমূূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বোমা…

১৪৪ ধারার মধ্যেই বোমাবাজিতে ফের গরম দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে গরম সংঘর্ষ (bhangar clash) কবলিত এলাকা। তৃণমূূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বোমা হামলায় কয়েকজন আইএসএফ সমর্থক জখম বলে জানা গিয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে টিএমসি। এদিন পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে বোমাবাজির আশঙ্কায় মঙ্গলবার থেকে জারি হয়েছে ১৪৪ ধারা। 

ঘটনাস্থল শানপুর। সেখানে পৌঁছেছে কাশীপুর থানার পুলিশ। বোমার আঘাতে বেশ কয়েকজন জখম হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে‌। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। জানা গেছে শানপুকুরে ভোট গঠনের পর তৃণমূলের বিজয় উৎসব চলছিল। তখনই বোমাবাজির অভিযোগ উঠেছে আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে। তাবে সংঘর্ষে জখম কয়েকজন আইএসএফ সমর্থক।

   

ভাঙড় ২ নং ব্লক এলাকায় বোর্ড গঠনের পর শানপুকুর এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় বোমা মারা হয় বলে অভিযোগ আইএসএফের। শানপুকুরের মাঝেরহাট এলাকায় নওশাদ সিদ্দিকীর অফিসও রয়েছে।

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র করে দফায়-দফায় সংঘর্ষে ভাঙড় ছিল রক্তাক্ত। ভাঙড়ের একাধিক জায়গায় শাসক তৃ়নমূল কংগ্রেস বনাম বিরোধী আইএসএফ ও বাম জোটের সমঘর্ষ চলেছিল।  ভোট ও গণনা পরবর্তী গুলি চালানোর ঘটনায় বেড়েছে মৃতের সংখ্যা। পঞ্চায়েত ভোট পর্বে মোট ৬ জনের মৃত্যু হয় ভাঙড়ে। গুলিবিদ্ধ হন অতিরিক্ত পুলিশ সুপার তাঁর দেহরক্ষী। এরপর বুধবার বোর্ড গঠন ঘিরে আতঙ্কিত ভাঙড়বাসী।

ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বনাম স্থানীয় টিএমসি পর্যবেক্ষক ও ক্যানিং পশ্চিমের বিধায়ক শওকত মোল্লার রাজনৈতিক জমি দখলের লড়াই চলে ভাঙড়ে। শওকতের সাথে আছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা আরাবুল ইসলাম। দু তরফের এই সংঘর্ষের নেতারা পরস্পরের দিকে হামলার অভিযোগ তুলেছেন