Purba Medinipur: নন্দীগ্রামে দফায় দফায় তৃণমূল-বাম সংঘর্ষ

পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূল ও সিপিআইএম। নন্দীগ্রাম সরগরম। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুইদলের। জখম হয়েছে দুপক্ষের বেশ কয়েকজন। শনিবার পঞ্চায়েত ভোট ,…

পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূল ও সিপিআইএম। নন্দীগ্রাম সরগরম। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুইদলের। জখম হয়েছে দুপক্ষের বেশ কয়েকজন।

শনিবার পঞ্চায়েত ভোট , সেই ভোটকে সামনে রেখেই আজ সিপিএমের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কর্মসূচি নেওয়া হয়েছে। তাদের অভিযোগ তারা যখন নন্দীগ্রাম ১ নং ব্লকের বঙ্কিম মোড় এলাকায় পতাকা লাগাতে যায় তখন এক দোকানদার তাদের বাধা দেয় বলে অভিযোগ। এর পরেই বচসা থেকে দুই পক্ষের মধ্যে মারধর শুরু হয়। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়।

   

আহতরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য যায়, সেখানেও হাসপাতালের মধ্যে শুরু হয়ে ধুন্ধুমার কাণ্ড। দুই দলের একাধিক সমর্থকেরা একে অপরের উপর আঘাত হানে। এই ঘটনায় প্রায় ৫ জন জখম হয়েছে।

তৃণমূলের অভিযোগ, তাদের এক সমর্থকের দোকানে জোর করে পতাকা, পোস্টার লাগাতে যায় সিপিআইএম। সেই সময় তাদের বাধা দিলে শুরু হয় মারধর।

অন্য দিকে সিপিআইএমের পাল্টা অভিযোগ, তারা যখন প্রচার সেরে ফেরে তখন তৃণমূলের লোকজন তাদের দেখে মারধর করে।