Cow Smuggling: আইনজীবীর মৃত্যুতে শুনানি হল না আব্দুল লতিফের

আসানসোল আদালতে আইনজীবীর মৃত্যুতে শোকপালন। তাই শুনানি হল না আব্দুল লতিফের। শনিবার আদালতে হাজিরা দেন লতিফ। এদিন কোনও পক্ষের আইনজীবীই উপস্থিত ছিলেন না। ফলে যে রায় দেওয়া হয়েছিল তা বহাল থাকল। পরবর্তী শুনানি ৮ মে।

No Hearing in Lawyer's Death Case: Doubts Arise over Abdul Latif's Alleged Role in Cow Smuggling

আসানসোল আদালতে আইনজীবীর মৃত্যুতে শোকপালন। তাই শুনানি হল না আব্দুল লতিফের। শনিবার আদালতে হাজিরা দেন লতিফ। এদিন কোনও পক্ষের আইনজীবীই উপস্থিত ছিলেন না। ফলে যে রায় দেওয়া হয়েছিল তা বহাল থাকল। পরবর্তী শুনানি ৮ মে।

সুপ্রিম কোর্ট থেকে সাময়িক রক্ষাকবচ পেয়েছিলেন গরু পাচার (Cow Smuggling) মামলায় অভিযুক্ত শেখ আব্দুল লতিফ। সেই অর্ডার কপির রেশ ধরে আসানসোল সিবিআই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত রয়েছেন লতিফ। সকাল ৬ টার আগেই লতিফ দলবল নিয়ে আদালতে ঢুকে পড়েন।

প্রসঙ্গত, দু পক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পর বিচারক রাজেশ চক্রবর্তী ৬ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। বিচারক নির্দেশ দেন ৩ দিন পরপর তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে। পাসপোর্ট জমা রাখতে হবে।

এই সময় গরু পাচার-সহ কোনও অসামাজিক কার্যকলাপের যেন তার নাম না জুড়ে। শুনানি শেষে শর্তসাপেক্ষে ১৫ হাজার টাকা জমা রাখার বিনিময়ে জামিন পান আব্দুল লতিফ। সাতগ্রাম এরিয়ার গেস্ট হাউসে বেলা একটার সময় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন লতিফ।

গরু পাচার মামলায় ইডি’র যে চার্জশিট রয়েছে, তাতে নাম রয়েছে আব্দুল লতিফের। ফলে সিবিআইয়ের হাত থেকে সাময়িক স্বস্তি পেলেও ইডির তলবের অপেক্ষায় গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ।