Panchayat Election: কীসের বাম-কংগ্রেস জোট! স্বামী-স্ত্রীর লড়াই তুঙ্গে

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগেই বিভিন্ন জায়গায় নজরে আসছে বাম-কংগ্রেস জোট। তৃণমূলের বিরুদ্ধে জোট হলেও কালিয়াচকে অভিনব ব্যাপার।

Dramatic Scene Unfolds: Husband and Wife Engage in Conflict at Rathbari Gram Panchayat Center during Panchayat Election

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগেই বিভিন্ন জায়গায় নজরে আসছে বাম-কংগ্রেস জোট। তৃণমূলের বিরুদ্ধে জোট হলেও কালিয়াচকে অভিনব ব্যাপার। পঞ্চায়েত ভোটে স্বামী-স্ত্রী দুজনেই প্রতিদ্বন্দ্বী। একপক্ষ বাম ও অন্যপক্ষ কংগ্রেস!

কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের কমলপুর পুরাতন বাজার পাড়া বুথে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়াই করছেন শাহারিন সুলতানা। একই আসনে সিপিআইএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফুল হক। দম্পতির ভোট লড়াইয়ে ঘোঁট পেকেছে জোটে। দুই প্রার্থীর বক্তব্য, পরিবার তার জায়গায় আর রাজনীতির ময়দানে নামলে তার জায়গা আলাদা। দুজনেরই মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা। সেই উদ্দেশ্যে ভোটের প্রচারে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুজনেই।

সিপিআইএম প্রার্থী আশরাফুল হক বরাবর বামপন্থী মানুষ। তিনি শিক্ষক। অন্যদিকে তার স্ত্রী শাহারিন সুলতানা কংগ্রেসের ভক্ত। তিনি গৃহবধূ। শাহারিন জানিয়েছেন, এলাকায় যে সমর্থন পাবে সেই জিতবে তবে যেই জিতুক না কেন দুজনেরই উদ্দেশ্য তৃণমূলকে পরাস্ত করা।

অন্য দিকে সিপিআইএম প্রার্থী আশরাফুল হক জানিয়েছেন, আমাদের এলাকার অবস্থার কোনও উন্নতি নেই। তৃণমূল মানুষের সঙ্গে প্রতারণা করছে,তোলাবাজি করছে। আবাস যোজনার ঘর দেবে বলে ঘর দিচ্ছে না। আমাদের একমাত্র লক্ষ্য তৃণমূলকে হারানো