Purulia: পুরুলিয়ায় বিজেপি নেতার দেহ উদ্ধার

সোমবার সকালে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছরালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে। বোড়ো থানার অন্তর্গত কেন্দ্রাডী গ্রামের বাসিন্দা এবং…

সোমবার সকালে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছরালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে। বোড়ো থানার অন্তর্গত কেন্দ্রাডী গ্রামের বাসিন্দা এবং বিজেপি কর্মী বঙ্কিম হাঁসদার মৃতদেহ উদ্ধার হয় রাস্তার ধারে খেতের মধ্যে থেকে।

বিজেপির তরফে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। বিজেপি দাবি করছে যে প্রচারে বেরিয়ে তৃণমূলের আক্রোশের শিকার হয়েছে বঙ্কিম হাঁসদা। জানা গিয়েছে বিজেপি নেতা রবিবার সকালে পঞ্চায়েতের প্রচারে বেরিয়েছিলেন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

   

বিজেপির তরফে দাবি করা হয়েছে যে তৃণমূল সরকার ভোটারদের মনে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে। গেরুয়া শিবির আরও বলে যে যাতে কেউ ৮ তারিখে বাড়ির বাইরে না যেতে পারে সেটার চেষ্টা করছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনা নিয়ে পুরুলিয়া ডিএসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “পুলিশ বিজেপি নেতার দেহ উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বোড়ো এলাকা থেকে।“

আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট। আর মাত্র চার দিন বাকি। গ্রাম-বাংলার নির্বাচনের আগেই রাজ্যের জেলাগুলি থেকে প্রায় প্রতিদিনই খুনের খবর প্রকাশ্যে আসছে।

পঞ্চায়েতের দিন ঘোষণার ১৯ দিনের মধ্যেই ভোটের বলি হয়েছেন ১১ জন। শুধুমাত্র কোচবিহারের মৃত্যু হয়েছে ২ জনের। এই আবহে সন্ত্রাস-বিধ্বস্ত ক্যানিং-ভাঙরের পর কোচবিহার গিয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কোচবিহার থেকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল।