Abhijit Gangopadhyay: ‘ডিসেম্বরের মধ্যে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি’, বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

‘ডিসেম্বর মাসের মধ্যে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপের টাকা নয়।’ জনসংযোগ কর্মসূচিতে বিস্ফোরক মন্তব্য করলেন নন্দীগ্রামের বিজেপি…

Abhijit-Gangopadhyay

‘ডিসেম্বর মাসের মধ্যে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপের টাকা নয়।’ জনসংযোগ কর্মসূচিতে বিস্ফোরক মন্তব্য করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের মঙ্গলচকে জনসংযোগ কর্মসূচিতে গিয়ে তৃণমূল সরকারের ডেডলাইন বেঁধে দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পথেই হাঁটলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ।

   

তিনি বলেন, ডিসেম্বর মাসের মধ্যে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপের টাকা নয় বলেও কটাক্ষ করেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এহেন বক্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তবে অভিজিতের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

সোমবার সকালে নন্দীগ্রামে জনসংযোগ কর্মসূচি সারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন তিনি। বিজেপি প্রার্থী বলেন, তৃণমূল কংগ্রেস একটি লুটেরা দল। এরা খাবার চুরি করেছে, চাকরি চুরি করেছে। সন্দেশখালির ঘটনা করিয়েছে! কী অত্যহার, মহিলাদের শ্লীলতাহানি। অথচ শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সমর্থন করছেন।

লক্ষ্মীর ভান্ডার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস যদি হেরে যায় বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বলছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের টাকা নয়। পশ্চিমবঙ্গের কোষাগার থেকে দেওয়া হয়। মমতা ব্যানার্জির ভাইপোর বাপের টাকাও নয়।

এরপর তিনি বলেন, বাংলায় ডিসেম্বরের মধ্যে ক্ষমতায় চলে আসবে বিজেপি। যদি না আসে, ২০২৬ সালে অবশ্যই ক্ষমতায় আসবে। আমরা ক্ষমতায় এলে চালু করব অন্নপূর্ণা ভান্ডার। প্রত্যেক মহিলা মাসে ৩ হাজার টাকা করে পাবেন।

কলকাতা হাইকোর্টের রায়ে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি যাওয়ার নিয়ে তৃণমূল সরকারকে দায়ী করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে। তৃণমূল সরকারকে আগেই বলা হয়েছিল। কিন্তু টাকার বিনিময়ে যারা চাকরি করছে, সেই তালিকা দেয়নি। সেই তালিকা দেয়নি বলেই বাতিল করা ছাড়া আদালতের আর কোনও উপায় ছিল না।

তৃণমূল নেতৃত্বের দাবি, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভুলভাল বকছেন। যতই নির্বাচন এগিয়ে আসছে, হারায় ভয়ে এমন কর্মকাণ্ড করেছেন।