Calcutta League: ময়দানের প্রধানদের বেগ দিতে তৈরি বিশ্বজিৎ ভট্টাচার্যের দল

শুরু হয়ে গিয়েছে এবারের কলকাতা ফুটবল লীগ (Calcutta League)। একে একে সব দল নিজেদের পরীক্ষা করে নিতে নামবে মাঠে। প্রস্তুতি সম্পন্ন করে রাখছে কাস্টমসের ফুটবল দল।

Biswajit Bhattacharya

শুরু হয়ে গিয়েছে এবারের কলকাতা ফুটবল লীগ (Calcutta League)। একে একে সব দল নিজেদের পরীক্ষা করে নিতে নামবে মাঠে। প্রস্তুতি সম্পন্ন করে রাখছে কাস্টমসের ফুটবল দল। এবারেও তাদের প্রধান কোচের ভূমিকায় বিশ্বজিৎ ভট্টাচার্য।

গতবারের কলকাতা ফুটবল লীগে প্রচুর গোল করেছিল কাস্টমসের ফুটবল দল। কিন্তু প্রত্যাশা মতো সাফল্য পায়নি তারা। এবার সেই আক্ষেপ মিটিয়ে নিতে চাইছে তারা। ময়দানের বিশুদার ওপরেই আস্থা রেখেছেন দলের কর্তারা। খাতায় কলমে দল বেশ ভালো। রয়েছে জুনিয়র সিনিয়র কম্বিনেশন।

কলকাতা ময়দানে নিজেদের মাঠে অনুশীলন করছে কাস্টমস। কাদা মাঠে জোর দেওয়া হয়েছে ফিটনেস অনুশীলনে। দলের গোলরক্ষকদের দিকে বিশেষ নজর নেওয়া হচ্ছে। গতবারের থেকে দল যাতে ক্রম তালিকার ভালো পজিশনে থাকতে পারে সে ব্যাপারে নিজের মতো করে প্রশিক্ষণ করাচ্ছেন পোড়খাওয়া কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। প্রতিযোগিতায় প্রথম তিন দলকে রাখার ব্যাপারে তিনি আশাবাদী।

বিগত কলকাতা লীগের স্কোয়াডের বেশ কয়েকজন ফুটবলার এবারও রয়েছেন দলে। সেই সঙ্গে যুক্ত হয়েছেন এক ঝাঁক তরুণ ফুটবলার। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে স্কোয়াড গড়েছে কাস্টমস। বেশিরভাগ ক্ষেত্রে কলকাতা লীগে ময়দানের তিন প্রধানের দাপট থাকে বেশি। সেই মোহন বাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাইছে তারা। পরিকল্পনায় সফল হলে দল প্রথম তিনে থাকতে পারে বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এবারের মরসুমে লীগে নেই কোনো বিদেশি খেলোয়াড়। এ ব্যাপারে খুশি ময়দানের বিশুদা। ফেডারেশনের এই সিদ্ধান্তে ভারতীয় ফুটবল লাভবান হবে বলে তিনি মনে করছেন।