Howrah: হাওড়ায় জমি দখল ঘিরে গুলিবিদ্ধ, তীব্র উত্তেজনা

হাওড়ার জগৎবল্লভপুর পোলগুষ্টিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা। প্রমোটরের লোকজন এবং গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ। একের পর এক চললো গুলি সঙ্গে বোমাবাজি। এই ঘটনা এখনো পর্যন্ত…

হাওড়ার জগৎবল্লভপুর পোলগুষ্টিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা। প্রমোটরের লোকজন এবং গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ। একের পর এক চললো গুলি সঙ্গে বোমাবাজি। এই ঘটনা এখনো পর্যন্ত বেশ কয়েকজন জখম হয়েছে। গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা

জানা গিয়েছে, জগৎবল্লভপুরের পোলগুষ্টিয়া এলাকায় প্রোমোটারের লোকজনদের সঙ্গে গ্রামবাসীদের তীব্র সংঘর্ষ। এই ঘটনায় একে অপরের উপর ইট বৃষ্টি বোমাবাজি ও গুলি পর্যন্ত চলে বলে অভিযোগ। উত্তপ্ত গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাফ।

   

জানা গিয়েছে, প্রোমোটার ওই এলাকায় তার জায়গায় বাড়ি তৈরি করছিলেন। এবং তিনি তার বাড়িতে কোন দিকে জানলা বসাবেন সেই নিয়ে গ্রামবাসীদের সঙ্গে তাদের একটি আপত্তি চলছিল। এরপরই আজ এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়।

Advertisements

এই গোটা ঘটনায় গ্রামবাসীরদের অভিযোগ প্রোমোটারের লোকজন তাদের উপর হামলা করেছে, তাদের লক্ষ্য করে ইট বৃষ্টি করে। এর সঙ্গেই তারা একের পর এক বোমা ছোড়ে এবং কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে প্রোমোটারের দাবি, এলাকার লোকজন তার কাছে মোটা টাকা দাবি করে। আর সেই টাকা না দেওয়ায় তারা প্রোমোটারের উপর হামলা করে এবং বাড়ি করতে দেবে না বলে জোর খাটায়।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News