বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের অভিযোগ চন্দ্রিমার

ফের সরগরম বিধানসভা। বাজেটের জবাবি ভাষণে রাজ্য বিজেপিকে এক হাত নিলেন অর্থ দফতরের স্বাধীন প্রাপ্তি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ‘আপনারা বাংলাকে ভাগ করতে চান।’…

ফের সরগরম বিধানসভা। বাজেটের জবাবি ভাষণে রাজ্য বিজেপিকে এক হাত নিলেন অর্থ দফতরের স্বাধীন প্রাপ্তি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ‘আপনারা বাংলাকে ভাগ করতে চান।’

বিজেপিকে নিশানায় নিয়ে তিনি আরও বলেন,’রাজ্যে কাজ নেই বলছেন? গুলির মুখে ছাত্র-ছাত্রীদের ইউক্রেনে যেতে হয়েছিল কেন? কেন্দ্রীয় কোনও শিক্ষা নীতি আছে? কোন মুখ্যমন্ত্রী বারবার পাহাড়ে গেছে? শুধু হয় নি বললে হবে না, দম থাকতে হবে। খুব কষ্ট উত্তরবঙ্গ নিয়ে তাই ভাগ করে নিতে যাবে।’

অন্যদিকে এহেন জবাবি ভাষণ শুনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অর্থমন্ত্রী যখন বলছেন,তখন বিরোধীদের চলে যাওয়া অশালীন, গণতন্ত্রের পক্ষে বিপদজনক। আগামীদিনে এই ধরনের অবস্থান থেকে আশা করবো ওনারা বিরত থাকবেন।’

এদিকে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হল। জানা গিয়েছে, বিধায়ক কৃষ্ণ কল্যানী,সৌমেন রায়, বিশ্বজিৎ দাস ,তন্ময় ঘোষের আনা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ গৃহীত হওয়ার কথা সদনে জানিয়েছেন অধ্যক্ষ।