Cyclone Jawad: লাল চোখে জাওয়াদ দানব তাকিয়ে ভারতের দিকে, বাংলাদেশ উপকূলেও সতর্কতা

News Desk: বঙ্গোপসাগরের দানব (Cyclone Jawad) ফের নতুন নাম নিয়ে হামলা করতে তৈরি। ধীরে ধীরে তার শক্তি বাড়ছে। উপগ্রহ চিত্র থেকে ভারত ও বাংলাদেশের আবহাওয়ার…

Cyclone Jawad

News Desk: বঙ্গোপসাগরের দানব (Cyclone Jawad) ফের নতুন নাম নিয়ে হামলা করতে তৈরি। ধীরে ধীরে তার শক্তি বাড়ছে। উপগ্রহ চিত্র থেকে ভারত ও বাংলাদেশের আবহাওয়ার বিভাগ জানাচ্ছে, শনিবার সকাল জাওয়াদ ঢুকবে ভারতের উপকূলে।

দুটি উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সরকার ইতিমধ্যেই ঘূর্নি ঝড় মোকাবিলা করতে প্রস্তুতি নিয়েছে। ঝড়ের ঝাপটা আসবে পশ্চিমবঙ্গের দিকে।

   

তবে আবহাওয়াবিদরা মনে করছেন গতিপথ পাল্টে নিলে জাওয়াদের হামলা হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল এলাকা।জাওয়াদের দাপটে সামুদ্রিক জলোচ্ছাস হবে। ফলে ভারতীয় ও বাংলাদেশ উপকূল এলাকায় জারি হয়েছে সতর্কতা।

ভারতের দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ, ওডিশা হয়ে পশ্চিমবঙ্গের দুটি উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে সতর্রকতা জারি। তেমনই বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রামের উপকূল এলাকায় সতর্ক সংকেত দেখানো শুরু হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের সব সমুদ্রবন্দরে ১নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে যা পরবর্তীতে আরও বৃদ্ধি পেতে পারে। সাগরে মাছ ধরার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বিশাখাপত্তনম থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে নিম্নচাপটি তৈরি হয়। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শনিবার উপকূলে পৌঁছানোর সময় তীব্র ঝড়ের গতিবেগ নিয়ে আসতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ।

জাওয়াদের প্রভাবে ওডিশা, অন্ধ্রপ্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতি হতে পারে।