Nadia: ইডি ঢুকল বাংলার মুদির দোকানে, কী আছে সেখানে?

বাংলা জুড়ে চলছে ইডি (Enforcement Directorate) অভিযান। আজ অর্থাৎ বুধবার সকাল থেকে নদিয়া জেলায় চললো ইডির হানা। একাধিক জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আলাদা…

ED Raids Extend into Nadia District

বাংলা জুড়ে চলছে ইডি (Enforcement Directorate) অভিযান। আজ অর্থাৎ বুধবার সকাল থেকে নদিয়া জেলায় চললো ইডির হানা। একাধিক জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আলাদা আলাদা বেশ কয়েকটি টিম। চালকল, আটাকল-সহ মোট আট জায়গায় এদিন সকাল থেকে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এরসঙ্গে ইডির চক্ষুশূলে পড়েছে কৃষ্ণনগরের এক মুদির দোকানও। কৃষ্ণনগরের মল্লিকপাড়া বারোয়ারির পাশে একটি মুদির দোকান রয়েছে। সেই মুদি ব্যবসায়ীর নাম প্রদীপ দে। মুদির দোকান ও ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডির তদন্তকারী অফিসাররা। চারিদিকে বিভিন্ন রাজনীতি ও টলিউডের সঙ্গে জড়িত ব্যক্তির বাড়িতে একের পর এক ইডি-সিবিআই অভিযান চালাচ্ছে। সেক্ষেত্রে কৃষ্ণনগরের এই মুদি ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পৌঁছে যাওয়ায় বেশ চাপানউতর ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগরের ওই মুদি ব্যবসায়ী ২ বছর আগে পুলিশের হাতে ধরা পড়েছিল। রেশনে বিলি করা সরকারি চাল দোকানে বিক্রি করার অভিযোগ উঠেছিল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। বেশ কিছুদিনের জন্য ওই ব্যক্তি কারাবন্দি হয়েছিলেন। আজ সকালে ওই মুদি ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান ইডির ৬ তদন্তকারী অফিসার। ব্যবসায়ীর বিভিন্ন নথিপত্র ও আয়-ব্যয়ের হিসেব খতিয়ে দেখেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন একযোগে নদিয়ার মোট ৮ জায়গায় অভিযান চালিয়েছে ইডির অফিসাররা। এর মধ্যে রয়েছে নদিয়ার হরিণঘাটা থানা এলাকায় শিমুলিয়ায় একটি চালকলও। জানা গিয়েছে ওই চালকলের মালিকের নাম বাকিবুর রহমান। সে উত্তর ২৪ পরগনা জেলার বেড়াচাঁপার বাসিন্দা। উল্লেখ্য, এর আগেও হরিণঘাটার ওই চালকলে অভিযান চালিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। এর পাশাপাশি নদিয়ার আইসমালিতে একটি আটাকলেও অভিযান চালাচ্ছে ইডি। এই আটাকলের মালিকও বাকিবুর রহমান।

এর পাশাপাশি শান্তিপুরের একটি চালকলেও পৌঁছে গিয়েছে ইডি। ওই চালকলের মালিক সুব্রত ঘোষের বাড়ি কলকাতায়। নদিয়ার কোতয়ালি থানা এলাকার ভালুকা পুরাতন বাজার চত্বরে এক ভুসিমাল ব্যবসায়ী কল্যাণ সাধুখাঁর বাড়িতেও চলছে ইডির অভিযান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান চলছে নবদ্বীপের ফকিরতলাতেও। সেখানে আটাকল ও টেক্সটাইল মিলে চলছে ইডির অভিযান, যার মালিক হরি সাহা।