অনুব্রতর রাঁধুনির অ্যাকাউন্টে বিপুল লেনদেন, CBI করবে জেরা

গোরু পাচার তদন্তে জেলবন্দি তৃণমূল দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে ফের নোটিশ পাঠানো হল। এছাড়া সিবিআই ডেকে পাঠাল অনুব্রত মণ্ডলের বাড়ির রাঁধুনিকে। বোলপুরের অস্থায়ী…

Anubrata Mandal

গোরু পাচার তদন্তে জেলবন্দি তৃণমূল দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে ফের নোটিশ পাঠানো হল। এছাড়া সিবিআই ডেকে পাঠাল অনুব্রত মণ্ডলের বাড়ির রাঁধুনিকে। বোলপুরের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছে তাকে।

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের রাঁধুনির অ্যাকাউন্ট থেকে নাকি লেনদেন হয়েছে তা জানতে পেরেছেন আধিকারিকরা। এদিন সেই লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাকে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

উল্লেখ্য, গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গত ১১ অগাস্ট গ্রেফতার করেছে সিবিআই। তখন থেকেই অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির খুঁজে বেড়াচ্ছে সিবিআই। তাই অনুব্রত ঘনিষ্ঠ একাধিক জনকে জিজ্ঞাসাবাদ চলছে।

বোলপুরের অস্থায়ী ক্যাম্পে নিয়মিত ডাকা হচ্ছে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের। অন্যদিকে, সিবিআই সূত্রে খবর, দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য হাতে এসেছে।