প্রচণ্ড ঠান্ডায় মাধ্যমিক পরীক্ষা বেলা ১২টায় শুরুর আবেদন পাহাড়ে

দার্জিলিং: ঠান্ডায় কাঁপছে বঙ্গ৷ যদিও পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাহাড়ে শীতের প্রকোপটা একটু বেশি৷ এমনকি এই ঠান্ডার কারণে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর পার্বত্য এলাকায় একটু দেরিতে…

CBSE Student

দার্জিলিং: ঠান্ডায় কাঁপছে বঙ্গ৷ যদিও পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাহাড়ে শীতের প্রকোপটা একটু বেশি৷ এমনকি এই ঠান্ডার কারণে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর পার্বত্য এলাকায় একটু দেরিতে সকাল হচ্ছে৷ এই ঠান্ডাকে সঙ্গে নিয়েই ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷

যদিও এবছর মাধ্যমিকের সময়সূচী পরিবর্তন করেছে শিক্ষাদফতর৷ গত ১৮ তারিখ শিক্ষাদফতর নির্দেশিকা জারি করে জানিয়ে দেয় দুপুর ১২টার পরিবর্তে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে৷ প্রশ্নপত্র সংগ্রহ করা থেকে তা কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো প্রক্রিয়া ভোর ৬টা থেকে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে৷

পাহাড়ে এই নির্দেশগুলি মেনে নেওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে৷ অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ে প্রবল ঠান্ডায় সেই প্রক্রিয়া অত ভোর থেকে শুরু করা কঠিন৷ সেই সঙ্গে পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার ঘটনায় পাহাড়ের পরীক্ষার্থী, শিক্ষক মহল ও পরীক্ষার সঙ্গে যুক্ত দফতরগুলির কপালে চিন্তার গভীর ভাঁজ৷

ইতিমধ্যে সমস্যার কথা জানিয়ে সংগঠনটি মধ্যশিক্ষা পর্ষদের কাছে চিঠি দিয়েছে৷ জেলা কমিটির সহ সভাপতি ডম্বরপ্রসাদ শিবাকোঠী বলেন, ‘‘পাহাড়ে প্রত্যন্ত এলাকা থেকে পরীক্ষার্থীরা দূরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যাবে৷ এত ঠান্ডায় সকালে পাহাড়ে গাড়ি কম চলাচল করে৷ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে গিয়েছে৷ তাপমাত্রা আরও নামবে বলেই মনে করা হচ্ছে৷ এত ঠান্ডায় পরীক্ষার খাতায় লেখা কঠিন হয়ে দাঁড়ায়৷ পরীক্ষার্থীদের অন্তত ৪৫ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে৷ তাই শিক্ষা দফতরের কাছে আবেদন, পাহাড়ের পরীক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা শুরুর সময় দুপুর ১২টা করা হোক৷’’