Anis Khan: আনিস খান ‘খুন’ তদন্ত সিবিআই ঘরে যাওয়ার সম্ভাবনা

ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যু তদন্ত নিয়ে মামলার শুনানি শেষ হলো মঙ্গলবার। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি রাজশেখর মান্থা। তাঁর প্রশ্ন, অভিযোগ একমাত্র…

ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যু তদন্ত নিয়ে মামলার শুনানি শেষ হলো মঙ্গলবার। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি রাজশেখর মান্থা। তাঁর প্রশ্ন, অভিযোগ একমাত্র পুলিশের বিরুদ্ধে। মানুষ কি আস্থা রাখবে?

এর পরেই আলোচনা আনিস খান ‘খুন’ তদন্তভার সিবিআই কে দিতে চলেছে আদালত। যদিও হাওড়ার এই মৃত ছাত্র নেতার পরিবার বারবার সিবিআই তদন্তের দাবি করে আসছে। আনিস খানের বাবা মায়ের গোপন জবানবন্দি আদালতে পেশ করা হবে বুধবার। এরপরেই রায়দান হবে

বিচারপতি রাজশেখর মান্থা বলেন, যে পদ্ধতিতে পুলিশ আনিসের ঘরে গেছিল সেটাই ভুল ছিল। বিচারপতি মন্তব্যের পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট জেনারেল বলেন এ বিষয়ে রিপোর্টে উল্লেখ আছে। বিচারপতি বলেন, এখন বিচার্য বিষয় রাজ্য পুলিশ তদন্ত করবে, অন্য কোনও সংস্থাকে তদন্তের ভার দেওয়া হবে?

আদালতের কাছে পুলিশে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে, যে দু’জন পুলিশ আনিস খানের বাড়িতে গিয়েছিল তারা আনিস খানকে চিনত না। তাই আনিস খানকে খুনের উদ্দেশ্য নিয়ে যায়নি।

রাজ্যের আইনজীবী বিচারপতিকে বলে, আপনি সিবিআই দিতেই পারেন। কিন্তু কেন দেবেন। এ ঘটনায় রাজ্যের পুলিশের হাতে যা যা তথ্য ছিল তা সবই আমরা আদালতে পেশ করেছি। রাজ্য বিরোধিতা করছে না।

আইনজীবী ও সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, রাজ্য পুলিশের ওপর ভরসা রেখে তদন্তের দায়িত্ব দিয়েছিল আদালত৷ কিন্তু পুলিশ আদালতের মর্যাদা রাখেনি। কোন পুলিশ আধিকারিকের নির্দেশে সেদিন পুলিশ আনিস খানের বাড়িতে গিয়েছিল তা রিপোর্টে নেই। এমনকি তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।