অনুব্রতর দেহরক্ষী সায়গলের ‘Special 14’ টিম তোলা তুলত, CBI পেল তথ্য

গোরু পাচারকাণ্ডে ৯ জুন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই। এরপর তদন্ত এগোতেই সায়গলকে নিতে সিবিআইয়ের (CBI) হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য…

গোরু পাচারকাণ্ডে ৯ জুন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই। এরপর তদন্ত এগোতেই সায়গলকে নিতে সিবিআইয়ের (CBI) হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সূত্রের খবর, ১৪ জনের একটি স্পেশাল টিম (Special14) কাজ করত সায়গলের হয়ে। তারা তোলা তুলত।

রাজ্য পুলিশের কর্মী সায়গল হোসেনের নামে বেনামে মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটির বেশি। তার স্ত্রী জুঁইয়ের নামে মিলেছে বিস্তর সম্পত্তির তথ্য। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অবৈধ সম্পত্তি রয়েছে সায়গল ও জুঁইয়ের নামে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সায়গলকে হেফাজতে নেওয়ার পর থেকেই স্পেশাল টিমের ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এই বিপুল পরিমাণ সম্পত্তির হিসেব পেয়েছে।

সিবিআই সূত্রে খবর, এই ১৪ জনের মাধ্যমেই তোলাবাজি করত সায়গল। ১৪ জনের মধ্যে ২ জনের বাড়ি দুবরাজপুরে। এছাড়াও ওই টিমে রয়েছে হাটনাবাজারের এক যুব নেতা, ইলামবাজারের ২ নেতা, ইসলামপুরের এক নেতা ও রানীনগরে সেখপাড়ার এক নেতা।

সিবিআই সূত্রে খবর, এদের মধ্যে ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বাকিরা পলাতক বলে জানা গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে শুধুমাত্র মুর্শিদাবাদে ৬০ টি জমির হদিশ পেয়েছে। শতাধিক জমির দলিল বাজেয়াপ্ত। পেট্রোল পাম্প থেকে রিসর্ট, ডাম্পার ব্যবসার নথিও বাজেয়াপ্ত করল সিবিআই। শুধু মুর্শিদাবাদেই ৬০ টির বেশি জমির দলিল পাওয়া গেছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের থেকে।

এছাড়াও নিউ টাউনের তিনটি ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। এর মধ্যে ২টি ফ্ল্যাট সায়গলের স্ত্রীর নামে। ১টি ফ্ল্যাট পরিচারিকার নামে নথিভুক্ত। এছাড়া বোলপুরের ফ্ল্যাটেও তল্লাশি চালায় সিবিআই। দেউচা পাঁচামিতে একাধিক ক্র্যাশার মেশিন ও ডাম্পার, নগদ ২ কোটি টাকাও পেয়েছে সিবিআই। সব মিলিয়ে এই পরিমাণ ১৫০ কোটির অধিক।