অনুব্রতর ‘ছায়াসঙ্গী’ ও সুকন্যার সংস্থার ডিরেক্টরের বাড়িতে CBI হানা

গোরু পাচার আমলায় তদন্তে নেমে CBI নজরে অনুব্রত মণ্ডলের সম্পত্তি। নজরে ঘনিষ্ঠরা। বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরন গায়েনের বাড়িতে সিবিআই এর হানা। বিদ্যুৎ গায়েন সুকন্যার দুই…

Anubrata Mandal

গোরু পাচার আমলায় তদন্তে নেমে CBI নজরে অনুব্রত মণ্ডলের সম্পত্তি। নজরে ঘনিষ্ঠরা। বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরন গায়েনের বাড়িতে সিবিআই এর হানা। বিদ্যুৎ গায়েন সুকন্যার দুই সংস্থার ডিরেক্টর৷ দীর্ঘ দিন ধরে বোলপুরে বেড়েছে তার সম্পত্তি। বিপুল সম্পত্তি বৃদ্ধির কারণ নিয়ে সিবিআইয়ের প্রবল সন্দেহ।

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার দুই সম্পত্তির অংশীদার অনুব্রত নিজে৷ তাই টাকা কোথা থেকে আসত সে সম্পর্কে বিদ্যুৎবরণকে জিজ্ঞেস করতে পারে সিবিআই।অনুব্রত মণ্ডলের সঙ্গে তার কী সম্পর্ক সবটা জানতে চায় সিবিআই।

   

সিবিআইয়ের ধারণা, গোরু পাচারের যে টাকা অনুব্রত মণ্ডল পেতেন তা যেত অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের পকেটে। আগামী দিনে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এই তালিকায় একাধিক TMC নেতা যুক্ত থাকতে পারেন।