Birbhum: জমি রেজিস্ট্রি অফিসে ঢুকল সিবিআই, অনুব্রতর বিপুল সম্পত্তির তল্লাশি চলছে

  গোরু পাচারকাণ্ডে গোটা বীরভূমজুড়ে (Birbhum) চিরুনি তল্লাশি চালাচ্ছে CBI টিম। ইতিমধ্যে সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিকে গরু পাচার মামলায়…

 

গোরু পাচারকাণ্ডে গোটা বীরভূমজুড়ে (Birbhum) চিরুনি তল্লাশি চালাচ্ছে CBI টিম। ইতিমধ্যে সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিকে গরু পাচার মামলায় মঙ্গলবারেও তথ্য পেতে মরিয়া সিবিআই। এদিন বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে হাজির হয় সিবিআইয়ের দল।

সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে একাধিক নথি আধিকারিকরা পেয়েছেন। পাশাপাশি অনলাইনে নথিভুক্ত জায়গাজমি সম্পর্কেও তথ্য তলব করছেন সিবিআই আধিকারিকরা। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি এবং তাঁর আত্মীয়ের কোথায় কোথায় সম্পত্তি রয়েছে? তা জানতেই শুরু হয়েছে অভিযান।
এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে পৌঁছয় সিবিআই। কার কাছ থেকে অনুব্রত মণ্ডল জমি কিনেছেন সবটা খতিয়ে দেখা হচ্ছে। কোনও জমি সম্পর্কে তথ্য জানতে হলে এই অফিসে এসে মৌজা ও দাগ নম্বর দিয়ে সার্চিং ফর্ম ভর্তি করতে হবে।

 

প্রসঙ্গত, গত দুই দিন ধরে বীরভূমের ভোলে ব্যোম এবং শিবশম্ভু রাইস মিলে অভিযান চালায় সিবিআই। অভিযান চালানো হয় সায়গল হোসেনের বোলপুরে ফ্ল্যাটেও।