ED: গরু পাচারকাণ্ডে গ্রেফতার এনামুল হক

হল না শেষ রক্ষা, অবশেষে গরু পাচারকাণ্ডে গ্রেফতার এনামুল হক। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে ইডি। ইডি সূত্রে খবর, শনিবারই তাঁকে দিল্লির রাউজ এভিনিউ আদালতে তোলা…

হল না শেষ রক্ষা, অবশেষে গরু পাচারকাণ্ডে গ্রেফতার এনামুল হক। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে ইডি।

ইডি সূত্রে খবর, শনিবারই তাঁকে দিল্লির রাউজ এভিনিউ আদালতে তোলা হবে তাঁকে। এদিন এনামুলকে নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি। প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে সিবিআই এনামুলকে গ্রেফতার করেছিল।

এনামুলের বিরুদ্ধে অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় বড়সড় গোরু পাচার চক্রের সঙ্গে জড়িত এনামুল। শুধু তাই নয়, এই ঘটনায় বিএসএফ কর্তাদের একাংশের সহযোগিতাও তিনি পেয়েছেন বলেই ইডি সূত্রে দাবি। এর আগে ২০২০ সালের জানুয়ারি মাসে সিবিআই তাঁকে হেফাজতে নিয়েছিল।

তদন্তকারীদের হাতে একটি ডায়েরি উঠে এসেছে। সেটি এনামুলের কাছ থেকেই পাওয়া গিয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। সেই ডায়েরি অনুযায়ী গরু পাচারকাণ্ডে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে। কে বা কারা এই টাকা পেয়েছেন, কোথা থেকে সেই টাকা এল, এর পিছনে আরও বড় কোনও মাথা রয়েছে কি না সমস্ত কিছু জানতেই এনামুলকে হেফাজতে নিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে চান বলে খবর।

এদিকে সম্প্রতি গোরু পাচার কাণ্ডে তৃণমূল সাংসদ দেবকে তলব করে সিবিআই। গত মঙ্গলবার তিনি নিজাম প্যালেসে হাজিরাও দেন। সিবিআই সূত্রে খবর, ৫ পাতার প্রশ্নমালা নিয়ে তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা।

বেশ কিছু দিন ধরেই গরু পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মনে করা হচ্ছে তদন্ত চলাকালীন করা হয়েছে জিজ্ঞাসাবাদ। সেখানেই হয়তো উঠে এসেছে দেবের নাম ।