‘শাহি’ সফরের পরদিনই সক্রিয় সিবিআই, মুর্শিদাবাদের একাধিক জায়গায় চলছে অভিযান

প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় সিবিআই চালাচ্ছে তল্লাশি অভিযান। কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদের একাধিক জায়গায় চলছে অভিযান। ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী…

প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় সিবিআই চালাচ্ছে তল্লাশি অভিযান। কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদের একাধিক জায়গায় চলছে অভিযান। ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সকালে বড়ঞার কুলি চৌরাস্তার মোড়ে কুন্তল ঘোষ ‘ঘনিষ্ঠ’ ঝনটু শেখের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা।

কুন্তল ঘোষ ‘ঘনিষ্ঠ’ ঝনটু শেখের বেসরকারি স্কুল ও কলেজ রয়েছে বলে জানা যাচ্ছে। সিবিআই দাবি করছে যে কুন্তলের সঙ্গে যোগাযোগ ছিল। এছাড়াও, দাবি। মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার চেয়ারম্যান ও বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও সিবিআই হানা দেয়। বড়ঞার কুলি ও ডোমকল দুই জায়গাতে চলছে তল্লাশি। অপর দিকে কোচবিহার-২ ব্লকের একাধিক জায়গাতেও চলে সিবিআই অভিযান। ব্লক সভাপতি সজল সরকারের বাড়িতে ঢুকেও বেরিয়ে যান অফিসারেরা।

মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার চেয়ারম্যান ও বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে চলছে তল্লাশি। তাঁর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। গরু পাচার মামলায় জাফিকুলকে আগেও জেরা করেছে সিবিআই।

প্রসঙ্গত, বুধবার অমিত শাহের সফরের পরের দিনই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাই সক্রিয় কেন্দ্রীয় সংস্থা। কলকাতাতে ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দাশগুপ্তের বাড়িতেও সিবিআই হানা। অপরদিকে, কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি শুরু হয়েছে। দেবরাজ চক্রবর্তী হলেন বিধাননগরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং অদিতি মুন্সির স্বামী।