Anubrata Mondal: ঘরে পৌঁছতেই অনুব্রতকে ফের সিবিআই তলব, হতাশায় ডুবলেন তৃণমূল সমর্থকরা

টানা ৪৫ দিন পর বীরভূমে ফিরেছেন তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)৷ এরই মধ্যে ফের গোরু পাচার মামলায় ফের সিবিআইয়ের তলব অনুব্রতকে৷ আগামী…

Anubrata Mandal

টানা ৪৫ দিন পর বীরভূমে ফিরেছেন তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)৷ এরই মধ্যে ফের গোরু পাচার মামলায় ফের সিবিআইয়ের তলব অনুব্রতকে৷ আগামী শুরকবার সিবিআই দফতরে তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

শুক্রবার বোলপুরে অনুব্রত মণ্ডলকে বরণ করতে জেলার বিধায়ক ও ব্লক নেতারা প্রচুর সমর্থক সহ হাজির হন। শুরু হয় বরণ। তবে তাল কাটল আনন্দের। কারণ, অনুব্রত মণ্ডলকে ফের কলকাতায় নিজাম প্যালেসে জেরার মুখে হাজিরা দিতে হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিবিআইয়ের জেরার মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। দীর্ঘ সময় ধরে গরু পাচারকাণ্ড নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল অনুব্রত মণ্ডলকে। যেহেতু শারিরীক পরিস্থিতি সঠিক ছিল না তাই সিবিআইয়ের কাছে বেশী সময় থাকতে পারেননি৷ পরে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে৷

সিবিআই সূত্রে খবর, বৃ্হস্পতিবার অনুব্রত মণ্ডলকে গোরুপাচার মামলায় একাধিক প্রশ্ন করেছিল সিবিআই আধিকারিকরা৷ কিন্তু অনুব্রতর প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হননি তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই ফের তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে।

যদিও এর আগে একাধিকবার সিবিআইয়ের হাজিরা এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। এবার কী সিবিআইয়ের মুখোমুখি হবেন তিনি প্রশ্ন উঠছে। বীরভূমে ফেরার আগে একপ্রস্থ এসএসকেএম হাসপাতাল ঘুরে এসেছেন। আশঙ্কা দ্রুত অসুস্থ হতে পারেন অনুব্রত।