TMC: তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ফেসবুকে মহিলার উন্মুক্ত ছবি

হ্যাক হয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ফেসবুক পেজ। এমনটাই উঠছে অভিযোগ। অভিযোগ করা হচ্ছে যে তাঁর ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে এবং একের…

Saokat Molla

হ্যাক হয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ফেসবুক পেজ। এমনটাই উঠছে অভিযোগ। অভিযোগ করা হচ্ছে যে তাঁর ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে এবং একের পর এক অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে। শওকত মোল্লার ফেসবুক স্টেটাসে শেয়ার করা হয়েছে মহিলার উন্মুক্ত শরীরের ছবি। তবে এই পোস্টকে ষড়যন্ত্র বলেই দাবি করেছেন তৃণমূল বিধায়ক। সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন তিনি বলে জানা যাচ্ছে।

সংবাদমাধ্যমকে শওকত মোল্লা জানান, “এমএলএ শওকত মোল্লা নামে আমার যে ফেসবুক পেজ, সেটা ষড়যন্ত্র করে হ্যাক করা হয়েছে। বিরোধীদের আইটি সেলের কাজ বলেই আমার মনে হয়েছে। আমাদের ফলোয়ার্স, ভিউয়ার্স এতটাই বেশি যে এরা ষড়যন্ত্র করে এটা করল। আমরা এর তীব্র নিন্দা করি। এ ধরনের নোংরামো বাংলার মানুষ তো বটেই, দেশের মানুষও মানবে না।”

সাইবার ক্রাইমের এমন ঘটনা নিত্যদিন হচ্ছে। প্রতিদিন সাইবার থানাগুলিতে প্রচুর অভিযোগ জমা পড়ছে। সাইবার ক্রাইমের অধিকাংশ ক্ষেত্রে মূল অপরাধীর পিঠ বাঁচানোর সুযোগ অনেক বেশি। আর এই কারণেই বেড়েই চলেছে সাইবার অপরাধ। সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন এবং বলছেন, সোশ্যাল হ্যান্ডেলগুলির সুরক্ষার দিকে বিশেষ নজর দিতে। স্ট্রং পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ তো দিচ্ছেনই, পাশাপাশি বারবার পাসওয়ার্ড বদলেরও পরামর্শ দিচ্ছেন তাঁরা।