রাজ্যে CAA লাগু হবার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

CAA নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল গোটা দেশ। আতঙ্কিত হয়েছিল বহু মানুষ। ‘কেন্দ্রীয় সরকার দেশের মেরুকরণ করছে’ বলেও দাবি উঠেছিল। এর বিরুদ্ধে পথে নেমেছিল সাধারণ মানুষ…

CAA নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল গোটা দেশ। আতঙ্কিত হয়েছিল বহু মানুষ। ‘কেন্দ্রীয় সরকার দেশের মেরুকরণ করছে’ বলেও দাবি উঠেছিল। এর বিরুদ্ধে পথে নেমেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি। বিভিন্ন রাজ্যে চলেছিল ধর্না ও বিক্ষোভ।

মাঝে দু’বছর করোনাকলে CAA নিয়ে এত মাথা ঘামানো না হলেও ফের আবার শুরু হয়েছে আলোচনা ও চর্চা। গুজরাটের পর ধীরে ধীরে গোটা দেশে লাগু হবে সিএ‌এ। বুধবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।

   

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নাগরিকত্ব আইন(সিএএ) ধীরে ধীরে গোটা দেশে লাগু হবে। বঞ্চিত নিপীড়িত হিন্দু সহ অন্যান্যদের জন্য এই সিএএ। শুধু গুজরাটে নয় ধীরে ধীরে সারা ভারতবর্ষেই লাগু করা হবে সিএএ।

শিলিগুড়িতে ডেঙ্গি নিয়ে তিনি বলেন, শিলিগুড়ি পুরনিগমের আধিকারিক থেকে শুরু করে জনগণ সকলকেই সচেতন হতে হবে এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে।

প্রসঙ্গত, গুজরাট নির্বাচনের আগেই বিজেপি মোহসেনা ও আনন্দ জেলায় পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দিতে শুরু করেছে। তবে ২০১৯ এর বিতর্কিত আইনের পরিবর্তে ১৯৫৫ সালের আইন অনুযায়ী ভিনদেশি সংখ্যালঘুদের নাগরিকত্ব দিল স্বরাষ্ট্রমন্ত্রক। 

গুজরাটে সিএএ নিয়ে চেন্নাই যাওয়ার আগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা। তৃণমূল সুপ্রিমো জানান, “আমরা প্রথম থেকেই সিএএর বিরুদ্ধে।‌ পশ্চিমবঙ্গে এটা হতে দেব না। গুজরাটের নির্বাচনের আগে সিএএ খেলা খেলছে‌ সরকার।”