বাংলাদেশ থেকে বাংলায় পাচারের জন্য এল বহু মূল্যের সোনার বিস্কুট, অধরা অভিযুক্ত

ভারত থেকে বাংলাদেশে পাচারের বিভিন্ন ঘটনার পর এবার শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে সোনা। নদিয়ার মুরুটিয়া থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪৯ লক্ষ টাকার…

ভারত থেকে বাংলাদেশে পাচারের বিভিন্ন ঘটনার পর এবার শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে সোনা। নদিয়ার মুরুটিয়া থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪৯ লক্ষ টাকার ৮ টি সোনার বিস্কুট। যা উদ্ধার করেছে বিএসএফ। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ বাংলাদেশ থেকে ভারতে এসেছে একদল দুষ্কৃতী। নদিয়ার মুরুটিয়া থানার সামনে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। এবং ভারতে এই সোনার বিস্কুটগুলো পাচার করার চেষ্টায় ছিল।

গোপন সূত্রে আগেই বিএসএফের কাছে খবর এসেছিল, ওই এলাকায় পাচার হতে পারে সোনা। তাই আগে থেকেই সেখানে মোতায়েন করা ছিল বিএসএফের সেনা কর্মীদের। বিএসএফকে দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তাদের ধাওয়া করেও ধরতে পারেনি সেনারা। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। সেই প্যাকেট খুলতেই বেরিয়ে আসে ৮ টি সোনার বিস্কুট। যার বাজারমূল্য প্রায় ৪৯ লক্ষ টাকা।

আর এরপরই বাজেয়াপ্ত করা হয়েছে সোনার বিস্কুটগুলি। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে যেহেতু ভারতের সোনার দাম বেশি, এবং বাংলাদেশে তার থেকে অনেকটাই কম সোনার দাম, তাই ভারতের চড়া দামে বিক্রি করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের।