উত্তপ্ত ধুলিয়ান! ভাঙচুর, অগ্নিসংযোগ, বিএসএফের গুলিতে আহত ২

মুর্শিদাবাদ: ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ধুলিয়ান। শুক্রবারের ভয়াবহ পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে ফের ছড়িয়ে পড়ল…

bsf firing in dhuliyan murshidabad

মুর্শিদাবাদ: ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ধুলিয়ান। শুক্রবারের ভয়াবহ পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে ফের ছড়িয়ে পড়ল উত্তেজনা। এবার লক্ষ্য শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা। bsf firing in dhuliyan murshidabad

একের পর এক জায়গায় হামলা bsf firing in dhuliyan murshidabad

শনিবার সকালেই উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ধুলিয়ানের একটি বেসরকারি হাসপাতালে। অভিযোগ, সেখানেই আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ধুলিয়ান পুরসভার দপ্তরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি বিক্ষিপ্ত না থেকে ছড়িয়ে পড়ে আরও এলাকাজুড়ে।

ভাঙচুরের হাত থেকে রক্ষা পাননি বিধায়ক মণিরুল ইসলামের দাদা কাওসার আলিও। অভিযোগ, তাঁর সামশেরগঞ্জের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

বিএসএফের গুলিতে জখম দুই, একজন নাবালক bsf firing in dhuliyan murshidabad

ঘটনার ভয়াবহতা এতটাই বেড়ে যায় যে পুলিশের সঙ্গে মোতায়েন করা বিএসএফ পরিস্থিতি সামাল দিতে গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে মুদ্দিন শেখ নামে এক যুবকের পায়ে গুলি লাগে, পাশাপাশি আহত হয় হাসান শেখ নামে এক নাবালক। আহতদের ভর্তি করা হয়েছে জঙ্গিপুর হাসপাতালে।

ঘটনায় আহত হয়েছেন মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ জামাল। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Advertisements

গতকালের অগ্নিগর্ভ পরিস্থিতির পর আজ ফের ছড়াল উত্তেজনা bsf firing in dhuliyan murshidabad

শুক্রবারও পরিস্থিতি ছিল রীতিমতো অগ্নিগর্ভ। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও বিকেল থেকে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জনতা। পুলিশের উপর ইটবৃষ্টি চলে, এমনকি বোমাবাজির অভিযোগও ওঠে। পালটা পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ছোড়ে।

অবস্থার অবনতি হওয়ায় সরকারি ও বেসরকারি বাস, অ্যাম্বুল্যান্সে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর পরিস্থিতি সামাল দিতে বিএসএফ নামানো হয়। প্রশাসনের কঠোর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শনিবার সকাল থেকে আবার নতুন করে ছড়িয়েছে অশান্তি।

শান্তি ফেরাতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী bsf firing in dhuliyan murshidabad

প্রশাসনের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ধুলিয়ান সহ আশপাশের অঞ্চলে। সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। তবে স্থানীয়দের মধ্যে এখনও আতঙ্ক ছড়িয়ে রয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার দিকে এখন তাকিয়ে গোটা জেলা।