৬২ লক্ষ টাকার সোনা সহ BSF-এর হাতে গ্রেফতার ১

সোনা পাচারের আগেই রুখে দিল বিএসএফ (BSF)। জানা গিয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশে পাচারের আগে ১০ টি সোনার বিস্কুট সহ এক ভারতীয় পাচারকারীকে আটক করেছে দক্ষিণ দিনাজপুর…

সোনা পাচারের আগেই রুখে দিল বিএসএফ (BSF)। জানা গিয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশে পাচারের আগে ১০ টি সোনার বিস্কুট সহ এক ভারতীয় পাচারকারীকে আটক করেছে দক্ষিণ দিনাজপুর জেলা হিলি সীমান্তে কর্তব্যরত ৬১ নম্বর ব্যাটিলিয়নের বিএসএফ এর জওয়ানরা। ধৃতের নাম আবদুল বারিক। সে হিলি থানার হরিপোকার গ্রামের বাসিন্দা বলে খবর।

বিএসএফ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ১০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার আনুমানিক মুল্য প্রায় ৬২ লক্ষ টাকা। বিএসএফ সূত্রে খবর, রায়গঞ্জ বিএসএফ দফতরের অধীন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি-২ ভারত-বাংলাদেশ সীমান্তে ৬১ নম্বর ব্যাটিলিয়নের জওয়ানরা টহলদারি চালাচ্ছিল। সেই সময় তাঁদের কাছে গোপন সূত্রে খবর আসে। তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন বিএসএফ জওয়ানরা।

ধৃত ব্যক্তি এবং তার মোটর সাইকেল তল্লাশি চালিয়ে মোটর সাইকেলের একটি গোপন জায়গা থেকে ১০ ট সোনার বিস্কুট বিএসএফ জওয়ানরা উদ্ধার করে। যার মুল্য ৬১,৭৬,৬৭৩ টাকা। ইতিমধ্যে আটক ভারতীয় পাচারকারীকে হিলি সীমান্তের কাস্টমস অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ওই একই নম্বরের ব্যাটিলিয়নের কর্তব্যরত বি এস এফ জওয়ানরা বাংলাদেশে পাচারের আগেই ১০ টি গবাদি পশু, ১৪৬ টি ফেনসিডিল কাফ সিরাফের বোতল, গাঁজা সমেত অন্যান্য মাদক দ্রব্য আটক করে।