আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতে পাকিস্তানি মৎস্যজীবিরা, বিএসএফের হাতে আটক

বিএসএফের হাতে আটক চার পাকিস্তানি মৎস্যজীবি। আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে গুজরাটের কচ্ছ জেলায় বিএসএফ চার পাকিস্তানি জেলেকে আটক করেছে বলে খবর। বিএসএফ সূত্রের খবর ১০টি পাকিস্তানি…

বিএসএফের হাতে আটক চার পাকিস্তানি মৎস্যজীবি। আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে গুজরাটের কচ্ছ জেলায় বিএসএফ চার পাকিস্তানি জেলেকে আটক করেছে বলে খবর। বিএসএফ সূত্রের খবর ১০টি পাকিস্তানি মাছ ধরার নৌকা আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভারত-পাক সীমান্তের কাছে গুজরাটের কচ্ছ জেলার হারামি নালার কাছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ ভূজ, চার পাকিস্তানি জেলেকে আটক করেছে এবং ১০টি দেশীয় প্রযুক্তিতে তৈরি পাকিস্তানি মাছ ধরার নৌকা আটক করেছে। বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন এলাকায় টহল দেওয়ার সময়, বিএসএফ ভূজের একটি বিশেষ অ্যামবুশ দল বিপি নং ১১৬৫ ও ১১৬৬-এর মধ্যে কিছু পাকিস্তানি মাছ ধরার নৌকার গতিবিধি লক্ষ্য করেন। আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে এসে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল ওই ১০টি নৌকা।

   

ভারতীয় ভূখন্ড বুঝতে পেরে লুকিয়ে পড়ার চেষ্টা করে তারা। তবে অচিরেই ধরা পড়ে বিএসএফের পেট্রলিং বোটের কাছে। বিএসএফ তাৎক্ষণিকভাবে এলাকাটি ঘিরে ফেলে। এলাকায় তল্লাশি চলছে। যদিও বাজেয়াপ্ত নৌকাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে সন্দেহজনক কিছু উদ্ধার করা যায়নি।