Locket Chatterjee: রক্তগঙ্গা বইলে তো বরণডালা দিয়ে পুজো করতে পারি না: লকেট

পুরনির্বাচন থেকে বিজেপির পরপর পরাজয় হুগলিতে। সাম্প্রতিক উপনির্বাচনগুলিতে একই হাল। সিপিআইএমের নিচে নেমে গেছে বিরোধী দল বিজেপি। এর ফলে ক্রমাগত কোণঠাসা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।…

পুরনির্বাচন থেকে বিজেপির পরপর পরাজয় হুগলিতে। সাম্প্রতিক উপনির্বাচনগুলিতে একই হাল। সিপিআইএমের নিচে নেমে গেছে বিরোধী দল বিজেপি। এর ফলে ক্রমাগত কোণঠাসা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আচমকা তিনি (Locket Chatterjee) হুঙ্কার দিলেন।

পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের চাঙ্গা করতে সিঙ্গুরে লকেট বলেছেন, রক্তগঙ্গা বইলে তো বরণডালা দিয়ে পুজো করতে পারি না।

শাসক দল তৃ়ণমূল কংগ্রেসকে লক্ষ্য করে বৃহস্পতিবার সিঙ্গুরের এক সভা থেকে লকেট চট্টোপাধ্যায় বলেন, পঞ্চায়েত নির্বাচনে রক্তারক্তি, বোমাবাজি, মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া এসব তো শুরু করেছে। কোনও বিরোধী থাকুক চায় না ওরা। এভাবে তো চলতে পারে না, মানুষের আওয়াজ বিজেপি তো তুলবেই।

তৃণমূল কংগ্রেস যুবনেত্রী সায়নী ঘোষের বার্তা, সাম্প্রতিক নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাই এসব কথা বলছেন। তিনি বলেন, বিজেপির কথা এখন আর কেউ শোনে না। ওদের জামানত বিধানসভায় বাজেয়াপ্ত হয়ে গেছে। এমনকি পুরভোটেও ওদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। কিছু না কিছু বলে খবরে থাকতে হবে তাই মানুষকে উস্কে দিতে চাইছে।