পুলিশি তল্লাশিতে একাধিক জায়গা থেকে উদ্ধার বোমা, বারুদের স্তূপে বাংলা!

রাজ্যে একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা। মঙ্গলবার বাসন্তির একটি এলাকা থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি এখন এমনই যে কার্যত বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে…

রাজ্যে একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা। মঙ্গলবার বাসন্তির একটি এলাকা থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। পরিস্থিতি এখন এমনই যে কার্যত বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রযেছে বাংলা।

মঙ্গলবার বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত হয় বাসন্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে শুরু হয়েছে অভিযান। বৃহস্পতিবার রামপুরহাটের বগটুইয়ে দাঁড়িয়ে পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, জেলাতে প্রচুর অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে। রয়েছে বোমাও। সব খুঁজে বার করতে হবে। তার জেরেই ততপর পুলিশ। একাধিক এলাকায় অভিযান চালিযে বোমা উদ্ধার করছে তারা।

কিছুদিন আগে বীরভূমে উদ্ধার হয়। বোমা পুলিশ সূত্রে খবর, প্রায় ২০০ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বীরভূমের মাড়গ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছে। এই ছোট ডাঙাল গ্রামের ক্যানেলের কাছে ছটি ব্যারেলে বোমাগুলি রাখা ছিল। সূত্র মারফত খবর পেয়ে, মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে।

এর কিছুদিন আগে কেশপুর থানার গুণহারা বড়ডাঙ্গা এলাকা থেকে উদ্ধার হয় একাধিক তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, গুনাহার এলাকার একটি জঙ্গল থেকে একটি বালতির মধ্যে বিপুল বোমা মজুত করে রাখা হয়েছিল। কারা এই কাজ করেছে সেই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া কিছুদিন আগে ভাটপাড়ায বোমা উদ্ধার করেছে পুলিশ।